শনিবার, ২০ নভেম্বর, ২০১০

ডাউনলোডের আগেই দেখে নিন ZIP বা RAR ফাইল এর মধ্যে কি আছে ?


আমরা যখন কোন ZIP বা RAR ফাইল ডাউনলোড করি তখন জানি না যে এর মধ্যে কি আছে। ডাউনলোড করার পর যদি ভিতরে কাঙ্ক্ষিত ফাইলটি না থাকে, তখন কেমন লাগে বলুনতো? নিশ্চয় আপনার এরকম অভিজ্ঞতা আছে। তখন হয়তোবা ভেবেছেন “ইশ, যদি আগেই দেখে নেয়ার কোন সুযোগ থাকতো”। যদি সেটি আকারে ছোট হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি অনেক বড় সাইজের ফাইল হয় তাহলে তো কথাই নেই। এখন থেকে আর চিন্তা নেই,ডাউনলোডের আগেই দেখে নিতে পারবেন কম্প্রেস করা ফাইলের মধ্যে কি আছে। এজন্য শুধু ArchView নামের ফায়ারফক্স এ্যাড-অন্সটি ইনস্টল করে নিন।


অনেক সময় দেখা যায় যে ভিতরে অপ্রয়োজনীয় কোন ফাইলও থাকে। সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় ফাইলটিও ডাউনলোড করা যাবে। এটি ZIP, RAR ও ISO ফরম্যাটের ফাইল সাপোর্ট করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget