সোমবার, ২২ নভেম্বর, ২০১০

মাইক্রোসফট অফিসে ওপেন অফিসের ফাইল চালাবেন যেভাবে

অফিসের কাজের জন্য মুক্ত সফটওয়ার ওপেন অফিসে বিভিন্ন ফরম্যাটে ওয়ার্ড ফাইল সেভ করার অপশন থাকলেও এর ডিফল্ট হিসেবে থাকে .odf ফরম্যাট যা কিনা মাইক্রোসফট অফিস দিয়ে ওপেন করা যায় না। তারমানে দাড়াচ্ছে আপনি যদি কোন কাজে কোন সোর্স থেকে ওপেন অফিসে তৈরি ফাইল এই ফরম্যাটে পেয়ে থাকেন তাহলে আপনার মাইক্রোসফট অফিস উক্ত ফাইলকে ওপেন করতে ব্যর্থ।
এখন কথা হচ্ছে এর কি কোন সমধান আছে? হ্যা পাঠক অবশ্যই আছে। একটি প্লাগইন ব্যবহার করলেই ওপেন অফিসের ফাইলগুলো যেমন মাইক্রোসফট অফিসে চলবে তেমনই মাইক্রোসফট অফিস থেকে ওপেন অফিসের ফরম্যাটে ফাইলগুলো সংরক্ষণ করা যাবে। প্লাগইনটি www.sun.com/software/star/odf_plugin/get.jsp থেকে ফ্রি রেজিস্ট্রেশন করে ডাউনলোড করা যাবে।

এই প্লাগ ইনটি মাইক্রোসফট অফিস ২০০০,এক্সপি,২০০৩ এবং ২০০৭ ভার্সনের সাথে কম্পাটিবল।আর উইন্ডোজ এক্সপি,ভিসতা বা সেভেন যেকনো অপারেটিং সিস্টেমেই রান করবে এটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget