বুধবার, ২০ এপ্রিল, ২০১১

ইয়াহুতে একটি একাউন্ট দিয়ে দুইটি ইমেইল আইডি ব্যবহার করা

ইমেইল ক্লায়েন্ট গুলোর মধ্য ইয়াহু খুবই জনপ্রিয়। আমরা অনেকেই মেইলের জন্য ইয়াহু ব্যবহার করি। এর একটি দারুন সুবিধা আছে। যা আমরা বেশীর ভাগ ব্যবহারকারী জানি না। তা হল এর একটি একাউন্ট দিয়ে দুটি আইডি ব্যবহার করে যায়।
সহজ কয়েকটি ধাপের মাধ্যমে দুটি আইডি তৈরি করা যায়। নিচে অতিরিক্ত ইমেইল আইডি তৈরি করার ধাপ গুলো দেখানো হল।
১. প্রথমে mail.yahoo.com এ গিয়ে ডানে Options থেকে More Options… এ ক্লিক করুন।
yahoomultimail 001 ইয়াহুতে একটি একাউন্ট দিয়ে দুইটি ইমেইল আইডি ব্যবহার করা | Techtunes
২. এবার বামে থেকে Acconts এ ক্লিক করুন।
yahoomultimail 002 ইয়াহুতে একটি একাউন্ট দিয়ে দুইটি ইমেইল আইডি ব্যবহার করা | Techtunes
৩. তারপর ডানে থেকে Create extra email address এ ক্লিক করুন।
yahoomultimail 003 ইয়াহুতে একটি একাউন্ট দিয়ে দুইটি ইমেইল আইডি ব্যবহার করা | Techtunes
৪. এবার নতুন আইডির জন্য একটি নাম দিন এবং Check Availability বাটনে ক্লিক করুন।
yahoomultimail 004 ইয়াহুতে একটি একাউন্ট দিয়ে দুইটি ইমেইল আইডি ব্যবহার করা | Techtunes
৫. আপনার দেয়া নামটি আগে ব্যবহার না হলে Choose নামে একটি বাটন আসবে, এতে ক্লিক করুন।
yahoomultimail 005 ইয়াহুতে একটি একাউন্ট দিয়ে দুইটি ইমেইল আইডি ব্যবহার করা | Techtunes
৬. এবার ক্যাপচাতে দেয়া কোডটি খালি বক্সে টাইপ করে OK বাটনে ক্লিক করুন।
yahoomultimail 006 ইয়াহুতে একটি একাউন্ট দিয়ে দুইটি ইমেইল আইডি ব্যবহার করা | Techtunes
সব ঠিক মত করলে আপনাকে পরের পেজে Congratulation জানাবে। এখন আপনাকে দুটি আইডির যে আইডি থেকেই মেইল করা হোক না কেন তা একই ইনবক্সে জমা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget