বুধবার, ১৩ এপ্রিল, ২০১১

ফ্যাশন ডিজাইনিং এর জন্য একটা অসাধারন সফটওয়্যার


 

আজকে আমি এমন একটা সফটওয়্যার এর কথা বলব যেটা কিনা আমাদের দেশের প্রেক্ষাপটে খুব একটা কাজের সফটওয়্যার হিসাবে ব্যাবহার করা যেতে পারে। আমাদের সবার মাঝেই হাল আমলের ফেশন নিয়ে একটু আধটু আগ্রহ থাকে। অনেকেই আমরা বিভিন্ন ফ্যাশন ডিজাইন কম্পিটিশন এ অংশ নেই আর কেউ বা প্রফেশনালি ফ্যাশন বা বুটিক এর সাথে জড়িত। আজকের এই সফটওয়্যার টা মূলত পোশাক ডিজাইন এর একটা অসাধারন সফটওয়্যার , এবং এটা সম্পূর্ণ ত্রিমাতৃক মানে ‘3D’ । যারা ফ্যাশন হাউস এর সাথে জড়িত তাদের জন্যে সফটওয়্যার টা খুব দরকারি।যারা ঘরে বসে শখের ডিজাইন করেন তাদের জন্যে ত বটেই যারা 3D এর কাজ করেন বা 3d ক্যারেকটার নিয়ে কাজ করেন তাদের জন্যেও সফটওয়্যার টা ‘মাস্ট হেভ’। হা, যে সফটওয়্যার টার কথা বলছি তার নাম ‘CLO3D’ ।

সবার আগে CLO3D দিয়ে তৈরি করা একটা 3D ফ্যাশন শো দেখে নিন এইখানে :http://www.youtube.com/watch?v=-7uAARVPQ-8

এখন আপনার মনে প্রশ্ন হতে পারে না জানি কত জটিল একটা সফটওয়্যার এইটা। cloth simulation এর মত জটিল একটা জিনিস সমাধা করার সফটওয়্যার আর যাই হোক শেখা সহজ না। আসলে আপনি যতটা কঠিন মনে করছেন টা ধারেকাছেও না। আপনি এর আগে 3d software নিয়ে কাজ করুন আর নাই করুন এই সফটওয়্যার এর সাথে দেয়া এই টিউটোরিয়াল টা একবার ভাল করে দেখে নিলে কারর ই সমস্যা হওার কথা না। আপনি এই সফটওয়্যার টা ইউস করে আপনার ক্রিয়েটিভিটী কে অনেক এগিয়ে নিতে পারেন। এইখানে সফটওয়্যার টা ইউস করার একটা সুন্দর ও সহজ একটা ভিডিও টিউটোরিয়াল দেয়া আছে , ঝটপট দেখে নিন …Click This Link

এবার আসি সফটওয়্যার এর Downalod কিভাবে করবেন … সফটওয়্যার তার হোমপেজ : http://www.marvelousdesigner.com/

আর আপনাদের জন্যে আমার স্পেশাল DOWNLOAD লিঙ্ক নিচে দিলাম। 32bit আর 64 bit দুটাই পাবেন এই লিঙ্ক 


লিঙ্ক ১ :
Click This Link

লিঙ্ক ২ :

Click This Link

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget