রবিবার, ১৭ এপ্রিল, ২০১১

আসুন শিখি Microsoft powerpoint part-12

মন একটি প্রোজেক্ট বানাতে হবে যেখানে প্রথম স্লাইড টি ১২ সেকেন্ড , পরেরটি ১৫ সেকেন্ড , এরপরেরটি ৬ সেকেন্ড ধরে show করবে। তখন আমার এই টিউন টি কাজে দিবে।
***প্রথমে file>open এ ক্লিক করি।
Untitled “আসুন শিখি Microsoft powerpoint part 15” | Techtunes
***তারপর,view>slide sorter এ ক্লিক করি।
Untitled11 “আসুন শিখি Microsoft powerpoint part 15” | Techtunes
***এরপর,প্রথম slide এ ক্লিক করি।
Untitled2 “আসুন শিখি Microsoft powerpoint part 15” | Techtunes
***এবার,slide show>rehearse timings এ ক্লিক করুন।
Untitled3 “আসুন শিখি Microsoft powerpoint part 15” | Techtunes
***দেখবেন, time count শুরু হয়ে গেছে।আপনার ধরুন প্রথম স্লাইড টি ৮ সেকেন্ড show করতে হবে ।৮ সেকেন্ড পর স্ক্রীন এ একবার মাউস ক্লিক করুন।এভাবে, সবগুলো স্লাইড এর টাইম সেট করে নিন।
Untitled4 “আসুন শিখি Microsoft powerpoint part 15” | Techtunes
***সবগুলো স্লাইড এর টাইম সিলেক্ট করা হয়ে গেলে দেখবেন, এরকম একটি window আসবে।তাতে yes ক্লিক করুন।
Untitled5 “আসুন শিখি Microsoft powerpoint part 15” | Techtunes
***তারপর, file>save এ ক্লিক করুন।
Untitled6 “আসুন শিখি Microsoft powerpoint part 15” | Techtunes
এবার slide show করে দেখুন ঠিক আছে কিনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget