রবিবার, ২৮ নভেম্বর, ২০১০

নিজের ছবি দিয়ে বানান ফোল্ডারের আইকন

কম্পিউটারের ফোল্ডারের আইকন হিসেবে ইচ্ছে করলে আপনি নিজের ছবি ব্যবহার করতে পারেন।এজন্য আপনার লাগবে ’ইমেজ আইকন’ নামের একটি সফটওয়্যার।মাত্র ১.০১ মেগার ছোট্ট এই সফটওয়্যারটি IMAGE ICON ঠিকানার সাইট থেকে নামিয়ে নিন।এরপর সফটওয়্যারটি ইনস্টল করে চালু করুন।ইমেজ আইকন ওপেন করে যে ছবিটির আইকন তৈরী করতে চান সেটি মাউস দিয়ে ড্রাগ করে সফটওয়্যারটির উপর ছেড়ে দিন,তাহলেই আইকন তৈরী হয়ে যাবে।যেকোন ফোল্ডারের আইকন পরিবর্তন করতে ফোল্ডারের উপর মাউস রেখে properties/customize/change icon-G যান।এখন Browse করে আইকনটি যেখানে রয়েছে সেখানে যান এবং নির্বাচন করুন।তাহলেই আপনার পছন্দেও ছবিটি ফোল্ডারের আইকন হিসেবে দেখতে পাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget