শনিবার, ১৩ নভেম্বর, ২০১০

বন্ধুদের ছবি দিয়ে তৈরি করুন মোজাইক

নিজের ছবির মধ্যেই যদি অসংখ্য বন্ধুর ছবি থাকে তাহলে কেমন হয়? অর্থাৎ মোজাইক নকশার ছবির ভেতরে থাকবে অনলাইন বন্ধুদের ছবি। এমনই ছবি বানানো যাবে ফ্রিন্টআর ওয়েবসাইট থেকে।
www.frintr.com-এ গিয়ে ফেসবুক, মাইস্পেস বা টুইটার দিয়ে লগ-ইন করে create বাটনে ক্লিক করে সহজেই তৈরি করা যাবে বন্ধুদের ছবি দিয়ে নিজের ছবির মোজাইক।
যে সামাজিক সাইট দিয়ে লগ-ইন করবেন, সেই সামাজিক সাইটের বন্ধুদের ছবি দিয়ে ওই সামাজিক সাইটের প্রফাইলে থাকা ছবিটির মোজাইক হবে। আর যদি ফেসবুক, মাইস্পেস ও টুইটার—এ তিনটি দিয়েই লগ-ইন করেন, তাহলে তিনটি সাইটের সব বন্ধুর ছবি দিয়ে ছবির মোজাইক তৈরি হবে।
তবে Use different big picture-এ যদি কোনো ছবি রাখেন ওই ছবিটি বন্ধুদের ছবি দিয়ে মোজাইক ছবি তৈরি হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget