বুধবার, ১০ নভেম্বর, ২০১০

Yahoo mail এর পাসওয়ার্ড পরিবর্তন করা

আমরা অনেকেই মেইল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করতে গিয়ে হিমশিম খাই । কিভাবে কি করতে হবে ? তাই আমি Yahoo mail এর পাসওয়ার্ড পরিবর্তন করা নিয়ে একটা টিউট লিখলাম । আশা করছি অন্তত নতুনদের কাজে লাগবে।

http://www.yahoo.com এ গিয়ে sign in এ ক্লিক করে yahoo id এবং password দিয়ে sign in করুন ।

ছবি

sign in করার পর ডানদিকে দেখবেন আপনার আইডির নাম দেখা যাবে ।সেখানে ক্লিক করুন ।
ক্লিক করলে আরও ৩ টা অপশন পাবেন -
Profile
Updates
Account Info
পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য [color=#FF0000:3o0t27ba]Account Info[/color:3o0t27ba] এ ক্লিক করুন ।
আবার ,
ছবি

password চাইবে । বর্তমান password টা আবার দিন ।

ছবি

এখন আরও অনেকগুলো অপশন পাবেন ।
Profile Information
Edit profile details

Contact Information
Update your contact information
Choose how Yahoo! contacts you
Sign-In and Security
Change your password এ ক্লিক করুন।
Update password-reset info
Create a sign-in seal
Manage/Create your OpenID
Manage Apps and Website Connections
Change sign-in settings

এখন দেখতে পাবেন পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য একটা পেজ আসবে । পেজে যা আসবে তা নিচে উল্লেখ করলাম ।
ছবি

Enter Your current password
এখানে বর্তমান পাসওয়ার্ড টা লিখুন ।
Choose a new password
এখানে নতুন একটা পাসওয়ার্ড লিখুন
Confirm your new password
নতুন পাসওয়ার্ড টা কনফার্ম করার জন্য আবার লিখুন ।

তারপর Save এবং Cancel নামে দুটো অপশন পাবেন । Save বাটনে ক্লিক করুন । পরিবর্তন হয়ে গেলো আপনার মেইল এর পাসওয়ার্ড ।
কোন কিছু না বুঝে থাকলে এখানে প্রশ্ন করুন ।
]অভিজ্ঞরা খেয়াল করবেন যদি কোন ভুল করে থাকি তাহলে অবশ্যই সেটা দেখিয়ে দিবেন
বি:দ্র: আপনার মেইল এর পাসওযার্ড যেন অন্য কেউ জানতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকবেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget