মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০১০

গুগল ক্যালেন্ডার

গুগল ক্যালেন্ডার মূলত একটি অনলাইন সময় ব্যবস্থাপনা অ্যাপলিকেশন। ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে অ্যাপলিকেশনটি বাজারে ছাড়ে গুগল। বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে অগ্রিম ইভেন্ট শিডিউল তৈরি করে রাখা যায় গুগল ক্যালেন্ডারে। পরবর্তী সময়ে শিডিউল অনুযায়ী ব্যবহারকারীকে অনুষ্ঠানের 'রিমাইন্ডার' সেবা দিয়ে থাকে গুগল। ই-মেইলে এবং এসএমএসের মাধ্যমে এ সেবা পাওয়া যায়। যেকোনো ব্যক্তি জিমেইল অ্যাকাউন্ট থাকলেই এ সেবা বিনা মূল্যে ব্যবহার করতে পারেন। গুগল ক্যালেন্ডারের ঠিকানা : www,google.com/calendar

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget