সোমবার, ২২ নভেম্বর, ২০১০

ওপেন অফিস-ডাউনলোড

ওয়ার্ড, স্পেডশীট, প্রেজেন্টেশন-এভাবে কোনো না কোনো ভাবে অফিসে সফটওয়্যার আপনার লাগবেই এই কথা নিঃসন্দেহে বলা যায়। আর এক্ষেত্রে মাইক্রোসফট অফিসের উপর অন্ধ বিশ্বাস আমাদের। এর যে অন্য কোনো বিকল্প থাকতে পারে, একথাটাই কারো মাথায় আসে না কখনো। তাই আজ মাইক্রোসফট অফিস না, আপনাদের চেনাব অন্য আরেকটি অফিস সফটওয়্যার। অবশ্য যারা লিনাক্স/উবুন্টু ব্যবহার করে থাকেন তারা নিশ্চয়ই বঝে গেছেন আমি কোন সফটওয়ারের কথা বলছি। হ্যা পাঠক ওপেন সোর্স সফটওয়ার ওপেন অফিসের কথাই বঝাচ্ছি আমি। এটি নিঃসন্দেহে স্বয়ংসম্পূর্ণ একটি অফিস সফটওয়্যার। এতে রয়েছে রাইটার, যা একটি ওয়ার্ড প্রসেসর, আছে ক্যালক, যেটি স্প্রেডশীট, প্রেজেন্টেশনের জন ইমপ্রেস ও ডায়াগ্রামের জন্য ড্র টুলস। রাইটার অনেকটাই মাইক্রোসফট ওয়ার্ডের মতো। তবে বলার মতো ফিচার হচ্ছে আপনি যখন কোনো ওয়ার্ড লিখবেন তখনি এটি আন্দাজ করে আপনাকে পরবর্তী শব্দটি কি হতে পারে তা দেখায়। চিন্তাধারা মিলে গেলে শুধু এন্টার চাপুন। এছাড়া অন্য সব অপশনই ওয়ার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। এর ক্যালক টুলসটি এক্সেলের মতোই। ব্যবহার করতে তেমন কোনো সমস্যা হবার কথা না আপনার। এখানেও রয়েছে রাইটারের মতো অটোকম্পাবিলিটি অপশন। তবে চার্ট-এর গ্রাফ অপশনগুলো এক্সেলের মতো সমৃদ্ধ নয়। ইমপ্রেস টুলসটিও পাওয়ার পয়েন্টের মতোই প্রেজেন্টেশনের জন্য ব্যবহৃত হয়। এর সর্বশেষ ভার্সন ৩.৩.০।
ঠিকানাঃ http://www.openoffice.org/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget