বুধবার, ২৪ নভেম্বর, ২০১০

স্ক্রীন রেকর্ড করে নিজেই ভিডিও টিউটোরিয়াল তৈরী করুন

ভিডিও টিউটোরিয়াল তৈরী করার জন্য প্রয়োজন সফটওয়্যার এর। কিন্তু সফটওয়্যারটি যা আপনার কাছে না থাকে তাহলে কী ভাবে টিউটোরিয়াল তৈরী করবেন? আর এ জন্যই এই পোষ্ট করা হয়েছে। মূলত আপনারা এই সফটওয়্যারটা দিয়ে আপনার কম্পিউটারের স্ক্রীন রেকর্ড করে কম্পিউটারে সেভ করতে পারবেন।
সফটওয়্যারটির পরিচয়ঃ
নামঃ RenderSoft CamStudio
ভারসনঃ 2.0

সফটওয়্যারটি দেখতে যেমনঃ



এই সফটওয়্যারটি দিয়ে স্ক্রীন রেকর্ড করার পর আপনারা .avi ফরমেটে সেভ করতে পারবেন।

যেভাবে ব্যবহার করবেনঃ
১. সফটওয়্যারটি চালু করুন।
২. এবার Region মেনু থেকে Full Screen এ ক্লীক করুন।
৩. রেকর্ড করার জন্য রেকর্ড বাটনে বা File => Record এ ক্লীক করুন।
৪. Stop করতে Stop বাটনে বা File => Stop এ ক্লীক করুন।
৫. Stop করে ফাইলটি সেভ করুন।

ভিডিও ফরমেট ভাল করতে চাইলে Options => Video Options এ ক্লীক করে Quality 100 করে দিন।

ডাউনলোড

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget