মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০১০

ডেস্কটপে ওয়েবসাইটের শর্টকাট

ইন্টারনেট এঙ্প্লোরার ব্যবহারকারীরা ডেস্কটপেই রাখতে পারেন তাঁদের প্রয়োজনীয় ওয়েবসাইটের শর্টকাট। এজন্য ইন্টারনেট এঙ্প্লোরার চালু করে আপনি যে ওয়েবসাইটের শর্টকাট তৈরি করবেন, তা খুলে ইন্টারনেট এঙ্প্লোরারের ফাইল মেন্যুতে যান। এবার সেন্ড থেকে শর্টকাট টু ডেস্কটপ নির্বাচন করুন। ডেস্কটপে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের শর্টকাট তৈরি হবে। ওয়েবসাইটটি ভিজিট করার জন্য শর্টকাটে ডাবল ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget