অনেকেরই ইচ্ছা হয় যে কম মেগাবাইটে কীভাবে বেশী গান ঢুকানো যায়। কিন্তু এতদিন ধরে আমরা হয়ত ভেবে আসছি যে এটা সম্ভব নয়। এখন আমি আপনাদের একটা কাজের সফটওয়্যার এর সন্ধান দিব। এটার নাম হলো MP3 Converter। এই সফটওয়্যারটি দিয়ে আপনারা খুব সহজেই .mp3 এবং .wav ফরমেটের ফাইলের সাইজ কমাতে পারবেন। তাহলে আসুন বেশী কথা না বাড়িয়ে আল্লাহর নামে পোষ্টটি শুরু করি।
যেভাবে ব্যবহার করবেনঃ
১. যেই গানটি কনভার্ট করবেন সেই গানটিতে রাইট বাটনে ক্লীক করে Convert to বাটনে ক্লীক করুন এবং Mp3 (Lame) এ ক্লীক করুন।
২. মেইনইউন্ডো আসলে Bit Rate কমিয়ে নিন।
৩. সব কিছু ডিফল্ট বা ঠিক রেখে Convert বাটনে ক্লীক করে আপনার গানটির সাইজ কমিয়ে নিন।
[বিঃদ্রঃ Save করার স্থান পরির্বতন করার জন্য Browse বাটনে ক্লীক করুন।]
যেসব বিটরেট ব্যবহার করলে গানটির কোয়ালিটি সুন্দর থাকবেঃ
১. Super = 320
২. High = 192
৩. Original = 128
৪. Good = 96
৫. Middle = 80
৬. Low = 56
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন