সোমবার, ২৯ নভেম্বর, ২০১০

গ্রামীণফোন ইন্টারনেট ব্যবহারকারীরা কম্পিউটারে দেখুন একাউন্ট ইনফো

যারা গ্রামীণফোন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তাদের একাউন্ট ব্যালেন্স জানার জন্য মডেম থেকে সিম খুলে মোবাইলে ঢুকিয়ে তারপর ব্যালেন্স জানতে হয়। কিন্তু খুব সহজেই একটি প্লাগইন ইনস্টল করে কম্পিউটার থেকেই জেনে নেয়া যায় ইন্টারনেট  ব্যবহারের পরিমাণ। আসুন দেখে নিই কিভাবে কি করতে হবে-
১। আপনার গ্রামীণফোন মডেমটি যদি Huawei EG162G মডেলের হয় তাহলে মাত্র ৯৩.১ কিলোবাইটের প্লাগইনটি এখান থেকে ডাউনলোড করে নিন। আর যদি মডেমটি Huawei E1550 মডেলের হয় তাহলে ৩৫৪ কিলোবাইটের প্লাগইনটি এখান থেকে ডাউনলোড করে নিন।
২। প্লাগইনটি ইনস্টল করে ব্রাউজার রিস্টার্ট করুন। তাহলে নিচের ছবির মতো USSD নামে একটি আইকন দেখতে পাবেন।
ImageHost.org
৩। এখন নিচের ছবির মতো ১ নম্বর চিহ্নিত স্থানে আপনার ব্যালেন্স কোড (প্রিপেইড ব্যালেন্স জানতে *৫৬৬# কিংবা পি৬ ইন্টারনেট প্যাকেজের ব্যালেন্স জানতে *৫৬৬*১০#) লিখে এন্টার চাপুন বা ২ নম্বর চিহ্নিত Send বাটনটি চাপুন।
তাহলে ৩ নম্বর চিহ্নিত বক্সে আপনার একাউন্ট সম্পর্কিত তথ্যগুলো দেখতে পাবেন।
ImageHost.org

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget