গ্রামীণফোনের আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করছেন? ফেয়ার ইউসেজ পলিসির খপ্পরে পড়েছেন তো? পড়তেও পারেন। ফেয়ার ইউসেজ পলিসির খপ্পরে পড়েননি, এমন কাউকে খুঁজে বের করা অনেক কঠিন! তাঁরা সেই অতি নগণ্য সংখ্যক ভাগ্যবানদের কাতারে পড়েন। কিন্তু বেশিরভাগের ভাগ্যই এমন হয় না। আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার জন্য ৯৭৭.৫০৳ দেওয়ার পর যদি কাউকে ৫ গিগাবাইটের লিমিটের ফাঁদে ফেলা হয়, তবে সেটা কারই বা ভালো লাগবে, বলুন? তবে হ্যাঁ, এটা থেকে বাঁচার উপায়ও আছে! কিন্তু সেটা কিভাবে? বলছি………
এই ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। সর্বপ্রথমেই আপনার ইন্টারনেট কানেকশনটি পোষ্ট-পেইড হতে হবে। প্রি-পেইডে হবে কি না, জানি না। কারণ, পোষ্ট-পেইডে পি২ কানেকশনের বিল প্রতিদিনেরটা প্রতিদিন কেটে নেওয়া হয়। অর্থাৎ, দিনে ৩৩+ সামথিং টাকা কেটে নেওয়া হয়। প্রি-পেইডে খুব সম্ভবতঃ মাসের শুরুতেই কেটে নেয়। আমি নিশ্চিত নই। কারণ, প্রি-পেইড ব্যবহার করা অনেক আগেই ছেড়ে দিয়েছি। তবে যদি প্রি-পেইডেও পোষ্ট-পেইডের মত করেই দিনের টাকা দিন কেটে নেয়, তবে এই কাঁঠাল ভাঙার কাজটি আপনি প্রি-পেইডেও করতে পারবেন। অন্যথায়, দুঃখিত।
যাকগে, যা বলছিলাম। সবার শুরুতেই দরকার একটি পোষ্ট-পেইড কানেকশন। আপনার ৫ গিগাবাইটের লিমিট অতিক্রম করার পর যখন স্পীডে লিমিটেশন বসানো হবে, তখন আপনাকে আপনার পি২ প্যাকেজটি নিষ্ক্রিয় করার জন্য এসএমএস পাঠাতে হবে। কিংবা *১১১*২*২*৩# ডায়াল করুন। মনে রাখবেন, আপনি যেদিন নিষ্ক্রিয় করার জন্যে রিকোয়েষ্ট পাঠাবেন, সেদিন রাত ১২টার কিছু সময় পর প্যাকেজটি নিষ্ক্রিয় হবে। এর আগে নয়। তার মানে এই দাঁড়ালো, আপনি যদি ২০ তারিখ রাত ১১:৩০ মিনিটে প্যাকেজ নিষ্ক্রিয় করার রিকোয়েষ্ট পাঠান, তবে সেটা সেদিন রাত ১২টার ৭-৮ মিনিট পর, অর্থাৎ প্রায় ৪০ মিনিট পর নিষ্ক্রিয় হবে। সোজা কথায়, আপনি যেদিন নিষ্ক্রিয় করতে চাইবেন, সেদিন রাত ১২টার পর নিষ্ক্রিয় হবে। তার আগে নয়।
তো, ইন্টারনেট নিষ্ক্রিয় হবার ঘন্টাখানেক পর P2 লিখে 5000 নাম্বারে এসএমএস করুন। ফিরতি এসএমএস পাওয়ার পর Y লিখে আবার 5000 নাম্বারে এসএমএস করুন। ২০ মিনিটের মাঝেই আপনার পি২, অর্থাৎ তথাকথিত আনলিমিটেড ইন্টারনেট কানেকশন আবার চালু হবে। এবার দেখুন তো, আগের মত কঠিন স্পীড পাচ্ছেন কি না!
বিঃদ্রঃ ৫ গিগাবাইট ব্যবহার করার পর স্পীডে লিমিট বসানো হলে আপনার কানেকশন স্পীড ২-৩ কিলোবাইট/সেকেন্ড এ নেমে আসবে। এবং সবসময় ৩ কিলোবাইট/সেকেন্ড এর নীচেই থাকবে। কক্ষণোই এর ওপরে উঠবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন