মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০১০

মাত্র এক ক্লিকেই ASCII কোডে রুপান্তর করুন আপনার ছবি!

খুব সহজেই আপনার ছবিকে আসকি কোডে দেখতে পারবেন। সোজা ভাষায় আসকি কোড বলতে আপনার ছবি বর্ণ দিয়ে তৈরি হবে। অর্থাৎ অসংখ্য বর্ণ দিয়ে আপনার ছবি তৈরি হবে। নিচের ছবি দেখলে ক্লিয়ার হয়ে যাবে।
snap মাত্র এক ক্লিকেই ASCII কোডে রুপান্তর করুন আপনার ছবি!  | Techtunes
আপনি ইচ্ছা করলে কোন বর্ণ দিয়ে ছবি তৈরি হবে তা সিলেক্ট করে দিতে পারবেন। এমনকি আপনার নামের অক্ষর দিয়েও ছবি বানাতে পারেন। এছাড়া ছবির কালার,সাইজ ইত্যাদি পরিবর্তন করতে পারেন।
ছবিকে HTML, TXT, BMP, JPG, GIF, PNG ফরম্যাটে সেভ করতে পারেন। ব্যবহার করা খুব সহজ। ছবির সাইজ 120×120 পিক্সেলের চেয়ে কম হলে ভাল হয়। এখান থেকে ছবি রিসাইজ করতে পারেন।
আরও বিস্তারিত দেখুন এখানে

ডাউনলোড লিঙ্কঃ

Ascii Art Maker 1.71 সাইজ মাত্র ১মেগাবাইট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget