রবিবার, ১৭ এপ্রিল, ২০১১

জিমেইলে সেন্ডারকে অটো-রিপ্লাই পাঠানোর কৌশল

আমরা যারা জিমেইল ব্যাবহার করি তারা হয়তো অনেক ছুটিতে গ্রামে গেলে বা বিভিন্ন কারনে ইন্টারনেট থেকে দূরে থাকতে হয়। ফলে কেউ মেইল পাঠালে তার রিপ্লাই দেয়া সম্ভব হয় না। তবে আপনি চাইলে একটি অটোরেস্পন্ডার সেট করতে পারে এবং আপনাকে কেউ ইমেল করলে পুনরায় তার কাছে একটি অটো মেইল চলেযাবে। এর জন্য যা যা করতে হবে চলুন দেখি।
প্রথমে আপনার জিমেইল আইডি দিয়ে লগিন করুন।
Setting এ ক্লিক করুন
Image 2
Setting হতে একদম নিচের দিকে Vacation responder নামে একটা অপশন দেখতে পাবেন। এ অপশন টি বন্দ থাকলে চালু করুন। অপশন টি অন করে Message নামক খালি স্থানে আপনার Message টি লিখুন save এ ক্লিক করুন ।কাজ শেষ……..
Image 4
এখন আপনাকে কেউ মেইল করলে Message টি তার কাছে অটো চলে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget