আপনার ডেস্কটপে আইকন দিয়ে হয়তো ভর্তি করে রেখেছেন। সব সময় এই আইকন একই অবস্থায় মুর্তির মতো পড়ে থাকে। নিশ্চই বোরিং লাগে তাই না?
আর এ থেকে ভিন্নতার জন্যই আমার এই পোস্ট। ছোট একটা সফটওয়্যার দিয়ে খুব সহজেই আপনার ডেস্কটপ আইকনগুলো কে দিন ভিন্ন রুপ। ঘরি,তারা,হার্ট,ক্রস ইত্যাদি ইত্যাদি স্টাইলে ভরিয়ে দিতে পারেন ডেস্কটপ আইকনগুলো কে। নিচের ছবিগুলা দেখলেই এর কার্যকারিতা পরিস্কার হয়ে যাবে।
আইকন লক করা, হাইড করা, টেক্সট হাইড করা যায়।
এছাড়াও আরও কত কি!
ডাউনলোড লিঙ্কঃ
৩২ বিটের জন্য এটা Desktop Icon Toy 4.5
৬৪ বিটের জন্য এটা Desktop Icon Toy 4.5
ফুল ভার্শনের জন্য কীজেন ডাউনলোড করুন এখানে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন