শুক্রবার, ১২ নভেম্বর, ২০১০

ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে কথা বলুন দেশে-বিদেশে

আসসালামুয়ালাইকুম, স্বাগতম আমার লেখার আয়োজনে। আজকে আমি আপনাদের এমন একটা সফটওয়ারের সাথে নতুনভাবে বা পুনরায় পরিচয় করিয়ে দিব সেটা হল ‘Skype’। মূলত Skype হল একই সাথে চ্যাট করা অথবা কথা বলা (পিসি থেকে পিসিতে) এবং ক্রেডিট থাকলে মোবাইলেও কল বা ম্যাসেজ দেওয়া ইত্যাদি গুরুত্বপূর্ন কাজের একটি সমাধানমূলক সফটওয়ার। এর মাধ্যমে ভিডিও কল ও করা যায়, পাশাপাশি কনফারেন্স কল যা আজ-কাল খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
আর এর সবই করতে পারবেন ফ্রিতে; শুধু যার সাথে এই চ্যাট বা কথা বলতে চাইবেন তার পিসিতে বা মোবাইলে একটা স্কাইপির সফটওয়ারটি ইনষ্টল করা থাকতে হবে।
2010-10-14_041222
সবচেয়ে বড় যে ব্যপার গুলো ইন্টারনেট ব্যবহার করে কল করার ক্ষেত্রে খেয়াল রাখা হয় বা রাখা উচিত সেগুলো হল
১. ভয়েস কোয়ালিটি
২. ভিডিও কোয়ালিটি
৩. নিরবিচ্ছিন্ন সংযোগ
৪. ইত্যাদি, ইত্যাদি…
এর সব কিছুই স্কাইপিতে বিদ্যমান
সবচেয়ে গুরুত্বপুর্ন ব্যাপার হল এটা অফ-লাইন ইনষ্টলার, যার ডাউনলোডের মাধ্যমে আপনি নেট কানেকশান ছাড়াও ইহা ইনষ্টল করতে পারবেন
তো এবার পিসির জন্য স্কাইপি ডাউনলোডের পালা
2010-10-14_041245নতুনদের জন্য বিশেষ দ্রষ্টব্যঃ অনেকে হয়ত ডাউনলোডের পর RAR ফরমেটের ফাইল পেয়ে কিভাবে কি করবেন বুঝতে পারছেননা। তাদের জন্য আমার এই আপডেট। শুধু নিচের WinRar 3.93 Full Version ডাউনলোড করে ইনশটল করে নিন, ব্যস আপয়ান্র কাজ শেষ।
আর যারা মোবাইলে ইউজ করতে চান তারা মোবাইলে নেট এক্টিভেট করে তারপর এই লিঙ্ক অনুসরন করুন।
2010-10-14_041337

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget