বুধবার, ১০ নভেম্বর, ২০১০

G-mail এর পাসওয়ার্ড পরিবর্তন করা

পাসওয়ার্ড পরিবর্তন করা নিয়ে আমরা সচরাচর ঘাটাঘাটি করি না । তবে হঠাৎ পাসওয়ার্ড পরিবর্তন করার কোন প্রয়োজন দেখা দিলে চট করে খুজেও পাই না , কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে । আমি নিজেও কয়েকবার এই ধরনের সমস্যায় পড়েছিলাম । কয়েকদিন ধরে আমার এক Uncle এর প্রয়োজনে আমি পাসওয়ার্ড পরিবর্তন করা নিয়ে ঘাটাঘাটি করতে লাগলাম । ফোরামের সবার উৎসাহে তা ফোরামেও পোস্ট করছি । নতুনদের কাজে লাগবে সেই প্রত্যাশায় ।

আজ আমি জিমেইল এর পাসওয়ার্ড পরিবর্তন করা নিয়ে লিখবো ।
http://mail.google.com>
sign in এ G-mail id লিখুন তারপর password দিন ।

জিমেইল আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনার আইডি অপেন করুন ।

ছবি

ডানদিকের উপরে [color=#0000FF:26mzcvu4]settings[/color:26mzcvu4] নামে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করুন ।

ছবি

এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন । তার মধ্যে tab Accounts and Import অপশনটাতে ক্লিক করুন ।
এখানেও কয়েকটা অপশন পাবেন । নিচের দিকে [color=#0000FF:26mzcvu4]Change account settings[/color] এর [color=#FF0000:26mzcvu4]Google Account settings[/color] এ ক্লিক করুন ।

এখন দেখুন ,
ছবি
এখানে অনেকগুলো অপশন পাবেন personal settings এর
security তে change password এ ক্লিক করুন ।

ছবি

Change Password

Current password
এখানে বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেটি লিখুন ।
New Password
এখানে নতুন যে পাসওয়ার্ডটা দিতে চান সেটি লিখুন ।
Confirm New password
নতুন পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য আবার লিখুন।

এখন save বাটনে ক্লিক করে সেভ করুন ।
কোথাও কোন ভুল করে থাকলে আশা করি ধরিয়ে দিবেন ।
কোন প্রশ্ন থাকলে এখানে করবেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget