বুধবার, ২৪ নভেম্বর, ২০১০

ফেসবুক ফ্রেন্ড লিস্ট ব্যাকআপে রাখুন সহজ একটি এ্যাপ্লিকেশন দ্বারা


বিনা কারনে অনেকের ফেসবুক প্রোফাইল ব্লক করে দিচ্ছে ফেসবুক কর্তপক্ষ। যার ফলে ফেসবুকের অনেক বন্ধুদের হারাতে হয়। এ সমস্যা থেকে মুক্তি পেতে এক্ষুনি আপনার ফেসবুক প্রোফাইলের সকল বন্ধুদের লিস্ট ব্যাকআপে রাখার দারুন একটি এ্যাপ্লিকেশন হলো Friends Locker
প্রথমে ফেসবুকে লগইন করে এ্যাপ্লিকেশনে কানেক্টিং হউন। এ্যাপ্লিকেশনের পেজ থেকে Backup Now ট্যাব থেকে আপনার ই-মেইল একাউন্ট দ্বারা রেজিষ্টেশন করে ফ্রেন্ডলিস্ট ব্যাকআপে নিন।
ব্যাকআপ লিঙ্ক দেখার জন‌্য ই-মেইল এ্যাডেস এবং পাসওয়ার্ড দ্বারা লগইন করুন। আপনার অন্য প্রোফাইল থেকেও মেইল আইডি এবং পাসওযার্ড দ্বারা লগইন করে আপনার ‌ব্যাকআপ লিস্ট দেখতে পারবেন চাইলে সেই প্রোফাইল থেকে ফ্রেন্ড এড করতে পারবেন।
দারুন এই ফেসবুক এ্যাপ্লিকেশন’টি তৈরী করেছে দেশীয় প্রতিষ্ঠান BD Web Solutions।

Facebook Apps:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget