শনিবার, ১৩ নভেম্বর, ২০১০
আইএসও ফাইল রাইট করুন সহজে
অনেকেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (আইএসও) ইমেজ ফাইল সিডি/ডিভিডিতে রাইট বা বার্ন করতে পারে না। সাধারণত বেশির ভাগ ব্যবহারকারীই সিডি/ডিভিডিতে রাইট করতে নিরো সফটওয়্যার ব্যবহার করে থাকে। তবে নিরো ছাড়াও বিভিন্ন বার্নিং সফটওয়্যারের মাধ্যমেও সিডি/ডিভিডি রাইট করা যায়। এর মধ্যে বার্নসিডিসিসি নামের ১৪৪ কিলোবাইটের ফ্রি এই সফটওয়্যারটি www.terabyteunlimited.com/ downloads-free-software.htm থেকে নামিয়ে নিন, যার মাধ্যমে সহজেই সিডি/ডিভিডিতে আইএসও ইমেজ ফাইল রাইট করা যায়। এ জন্য বার্নসিডিসিসি সফটওয়্যারটি চালু করুন এবং Browse বাটনে ক্লিক করে আইএসও ইমেজ ফাইলটি নির্বাচন করুন। এখন ডিভাইস ও স্পিড নির্বাচন করে Start বাটনে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যে সিডি/ডিভিডিতে রাইট সম্পন্ন হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন