মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০১০

সহজেই খুঁজে বের করুন পিডিএফ ফাইল

ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফায়ারফক্স ব্যবহারকারীরা pdf search and viewer নামের একটি টুলবারের সাহায্যে সহজেই পিডিএফ ফাইল খুঁজে বের করতে পারেন। টুলবারটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/235876/ ঠিকানা থেকে নামিয়ে নিন। এখন ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এবার অ্যাড্রেসবারের নিচে থাকা avidpdf নামের টুলবারে কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলের নাম বক্সে লিখে search pdf অপশনে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget