মাইক্রোসফট অফিসের একটি ভয়ানক সমস্যা হচ্ছে এর বিভিন্ন মাঝে মাঝেই কোন কারন ছাড়া করাপ্টেড হয়ে যায় এবং তা আর কোনভাবেই ওপেন করা সম্ভব হয় না। এভাবে কতোজনের যে কত সমস্যায় পড়তে হয় তার কোন ইয়াত্তা নেই। এবারে তাই আপনাদের খোজ দিব এমন একটি সফটওয়ারের যেটি দিয়ে আপনার নষ্ট হয়ে যাওয়া ওয়ার্ড,এক্সেস,এক্সেল কিংবা আউটলুক ফাইল ঠিক করে ফেলা সম্ভব।
খুবই সহজ এটি ব্যবহার করা।সফটওয়ারটি ওপেন করুন,যে ধরনের ফাইল মেরামত করতে চান তা নির্বাচন করুন,নষ্ট হয়ে যাওয়া ফাইলটা দেখিয়ে দিন,আউটপুট ফাইলের নাম আর লোকেশন ঠিক করুন।এবারে স্টার্ট রিপেয়ারে ক্লিক করুন।কাজ শেষ হলে কনফার্মেশন দেখাবে।এটি যে যে ধরনের ফাইল সাপোর্ট করে তা আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি-
>> Microsoft Access 95, 97, 2000, XP, 2003 and 2007 databases.
>> Microsoft Excel xls and xlw files in Excel version 3, 4, 5, 95, 97, 2000, XP, 2003 formats.
>> Microsoft Word 6.0, 95, 97, 2000, XP, 2003 documents.
>> Microsoft Outlook 97, 98, 2000, 2002, 2003 and 2007 data files.
>> Microsoft Outlook Express 4 mbx files and Outlook Express 5/6 dbx files.
ডাউনলোড
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন