শনিবার, ১৩ নভেম্বর, ২০১০
পিকাসা থেকে ফেসবুকে ছবি আপলোড
ইন্টারনেটে ছবি আপলোডের জনপ্রিয় মাধ্যম গুগল পিকাসা থেকে সরাসরি ফেসবুকে ছবি আপলোড করা যাবে।এজন্য আপনার পিসিতে পিকাসার সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে।সফটওয়্যারটি http://picasa.google.com ঠিকানা থেকে নামিয়ে নিন।এখন http://apps.facebook.com/picasauploader ঠিকানায় গিয়ে INSTALL NOW অপশনে ক্লীক করুন।এখন Launch Application উইন্ডো আসবে।এখন picasa নির্বাচিত করে Ok/ Yes দিয়ে Configures Buttons/ Add বাটনে ক্লীক করে Ok দিলেই পিকাসাতে ফেসবুক বাটন যুক্ত হবে।এর সাহায্যে ফেসবুকে সহজেই ছবি আপলোড করা যাবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন