অনেক সময় বেশি পাকনামোর কারনে খুব দরকারি ফাইল Shift + Del চেপে বসি। আর তখন ? মাথার চুল ছেরা ছাড়া আর কোন পথ থাকে না। তাই আসুন আর একটু বেশি পাকনামো করি...... মানে Undeleteable Folder তৈরি করি।
এ পদ্ধতিটি XP, Vista, win 7 এ কাজ করবে।
১। CMD open করুন। (windows এর start এর run এ CMD টাইপ করুন।)
২। Directory change করে নিন যেখানে আপনি আপনার Folder তৈরি করতে চাচ্ছেন। উদাহরন হিসাবে আমি এখানে C drive ব্যবহার করছি। ( ‘cd..’ command টি ২ বার ব্যবহার করে আমি আমার মূল C Drive এ এসেছি)
৩। md\lpt1\\ টাইপ করে enter মারুন।
ব্যস হয়ে গেল আমাদের Undeleteable Folder (Folder টির নাম হবে lpt1)
এখন হাজার চেস্টা করলেও ইনারে আর সাধারন ভাবে Delete করতে পারবেন না।
Delete করার জন্য Comment Prompt (CMD) এ গিয়ে আপনা directory তে navigate করুন এবং rd\lpt1\\ টাইপ করে Enter মারুন।
এইভাবে con, com1 ইত্যাদিও তৈরী করা যায়।
আর দুটি সাইট এ এই পোস্টটি দিয়েছি তার লিঙ্ক
http://www.hatemtai.com/tips-and-tutori … eaaaa.html
http://forum.amaderprojukti.com/viewtop … amp;t=6323
আশাকরি পদ্ধতিটি ভাল লেগেছে। এতাই আমার প্রথম পোস্ট ভাল লাগলে জানাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন