শনিবার, ৪ ডিসেম্বর, ২০১০

নেটের স্পিড (ব্যান্ড উইথ)

আজ আপনাদের সবাইকে আমার এই টিউনে স্বাগতম। নতুন করে পুরোনো একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব,  ইতোমধ্যে আপনারা হয়ত নেট মিটারের নাম শুনেছেন।আজ আমি তার বিস্তারিত নিয়ে আলোচনা করব। চলুন প্রথমেই সফটওয়্যারটি ডাউনলোড করে নেই ।    ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন
NetMeterScreen জেনে নিন আপনার নেটের স্পিড (ব্যান্ড উইথ) | Techtunes
NetMeterScreen
Net Meter একটি ফ্রিওয়্যার সফটওয়্যার, নেট মিটারের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার ডাউনলোড স্পিড প্রতি সেকেন্ডে কত পাচ্ছেন, সাথে আপলোড স্পিড সম্পর্কে ও জানতে পারবেন। প্রতি সেকেন্ডে ডাউনলোড স্পিড লাল গ্রাফে প্রর্দশণ করবে আর আপলোড দেখাবে সবুজ রঙে।
04 জেনে নিন আপনার নেটের স্পিড (ব্যান্ড উইথ) | Techtunes
Screen
moz screenshot জেনে নিন আপনার নেটের স্পিড (ব্যান্ড উইথ) | Techtunesmoz screenshot 1 জেনে নিন আপনার নেটের স্পিড (ব্যান্ড উইথ) | Techtunesসফটওয়্যরটি পোটেবল তাই প্রথম বার রান করানোর পর স্ক্রিনের উপর রাইট ক্লিক করে কনফিগার করে নিতে পারেন। আপনি যদি চান যে প্রতিবার র্স্টাট হওয়ার পর অটোমেটিক ভাবে পোগ্রামটি রান হবে তাহলে নিচের স্ক্রিনের মত Load on Start Up অপশন চেক অবস্থায় রাখুন।01 জেনে নিন আপনার নেটের স্পিড (ব্যান্ড উইথ) | Techtunes
নেট মিটারে মাধ্যমে আপনি আপনার ব্যবহৃত মোট ডাটা কতটুকু তা জানতে পারবেন, আপনি যদি নির্দীষ্ট পরিমানের ডাটার জন্য এর্লাম দিয়ে রাখেন তাহলে আপনার ডাটা অর্থাৎ আপনি যত জিবি পয়র্ন্ত ক্রয় করেছেন তা শেষ হয়ে যাওয়ার আগেই আপনাকে জানিয়ে দেবে। এজন্য আপনি নিচের স্ক্রিনের মত করে সেটাপ করে নিতে পারেণ।
03 জেনে নিন আপনার নেটের স্পিড (ব্যান্ড উইথ) | Techtunes
০২
বাকি কাজ গুলো আপনাকেই করতে হবে। ভাল-মন্দ যাই কমেন্টস করবেন, ভবিষ্যতে আরও টিউন করার প্রত্যাশা রাখছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget