১. এর সাহায্যে পিসির সব রকম অটোরান ডিসেবল করে রাখতে পারবেন।
২. এটির সাহায্যে পিসি এবং ইউএসবি ড্রাইভের সব অটোরান ভাইরাস ক্লিন করতে পারবেন।
৩. এর সাহায্যে পিসির সিস্টেমের সকল প্রকার রেজিস্ট্রি এরর দূর এবং রিপাইয়ার করতে পারবেন।
৪. এটির সাহায্যে আপনার পিসিতে ইউএসবি পোর্ট, ডিসেবল,ইউএসবি ড্রাইভ আনলক এবং রাইট প্রোটেক্টেড করে রাখতে পারবেন।
৫. আপনার পিসির প্রসেস গুলো নিয়ন্ত্রন করতে পারবেন।
৬. বিভিন্ন Suspicious ফাইল সম্পর্কে কোম্পানীর কাছে রিপোর্ট সাবমিট করতে পারবেন।
৭. আপডেট অপশন এর সাহায্যে অটোরান রিমুভার কে আপডেট করতে পারবেন। তবে একবার আপডেট করলে আশা করি ৬মাসের মধ্যে আর আপডেট করতে হবেনা।
৮. পিসিতে রিমুভেবল মিডিয়া কানেক্ট করার সাথে সাথে এটি অটোমেটিক ভাবে সম্পুর্ন মিডিয়া স্ক্যান করে এবং অটোরান ভাইরাস বা অটোরান জাতীয় ফাইল পেলে গপাগপ গিলে ফেলে।
৮. Autorun Remover কে নিজের মত সেটিং করে নিন।
এটি প্রায় সব ধরনের ইউএসবি মিডিয়া সাপোর্ট করে, নিচে দেখুন।
- Pen drives
- USB sticks
- USB Flash cards
- USB MP3 players
- USB Audio players
- External hard drives
- Pocket PCs
- Mobile phones
- iPod’s and iPhone’s
- Other USB mass storage enabled devices
তো আর দেরি না করে দ্রুত ডাউনলোড করুন মাত্র 5mb এর অত্যান্ত কাজের এই সফটওয়্যারটি।এটি প্রি-এক্টিভেটেড তাই ক্র্যাক করার ঝামেলা নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন