- রিমুভ আনহিডেড ফাইলস টুলটি আপনাকে মুহূর্তেই পিসির সব অপ্রয়োজনীয় ফাইল স্ক্যান করে তা ডিলিট করতে সহায়তা করবে।
- ক্লিন সিস্টেম রেজিস্ট্রি আপনাকে অত্যন্ত দ্রুতগতিতে কার্যকরভাবে আপনার সিস্টেম রেজিস্ট্রি থেকে অপ্রয়োজনীয় ফাইল মুছতে সহায়তা করবে।
- ইরেজ উত্তর হিস্টরি অপশন দ্বারা ইন্টারনেটের সকল রকম হিস্টরি, কুকি নিমেষেই ডিলিট করতে পারবেন।
- অটোস্টার্ট প্রোগ্রামস-এর মাধ্যমে উইন্ডোজের স্টার্টআপ সকল হিডেন এন্ট্রি দেখা যায়। আপনি চাইলেই এগুলো ইচ্ছেমতো ডিলিট বা এডিট করতে পারবেন।
ওয়েব সাইট : http://www.acelogix.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন