প্রথমে হোম পেজ অথবা প্রোফাইল পেজের যে জায়গায় স্ট্যাটাস দেন সে জায়গায় আসুন। তারপর নিচের র্নিদেশিত লক চিহ্নটিতে ক্লিক করুন।
customize ক্লিক করলে custom privacy নামে যে পেজ আসবে তাতে প্রথমে লেখা থাকবে make this visible to these people:
সেখানে কয়েকটি অপশন পাবেন। তার মধ্যে specific people সিলেক্ট করে যাদের নাম সিলেক্ট করবেন শুধু তারাই দেখতে পাবে আপনার status.
আবার তার নিচে দেখতে পাবেন Hide this from. সেখানে যাদের নাম সিলেক্ট করবেন তারা বঞ্চিত হবে আপনার স্ট্যাটাস থেকে। আপনার setting টি স্থায়ীভাবে রাখতে চাইলে ক্লিক করুন Make this my default setting অপশনটিতে।
এভাবে আপনার ইচ্ছামত privacy দিয়ে status setting পরিবর্তন করতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন