সিডি বার্নার দ্বারা সহজেই ভিডিও সিডি তৈরী করা যায়, কিন্তু ভিডিও ডিভিডি তৈরী করা যায় না। তাছাড়া সাধারণ বার্নার সফটওয়্যার দ্বারা ভিডিও ডিভিডি তৈরী করা যায় না। ভিডিও ডিভিডি তৈরী করার বেশ কিছু ভাল সফটওয়্যার আছে। এর মধ্যে ‘সোথিংক মুভি ডিভিডি মেকার’ অন্যতম। সফটওয়্যারটি www.sothinkmedia.com/movie-dvd-maker/ থেকে ডাউনলোড করা যাবে। এই সফটওয়্যারটি WMV, MKV, AVI, DivX, XviD, MPEG, MP4, MOV, QT সহ প্রায় সকল ফরম্যাটের ভিডিওকে ডিভিডিতে রূপান্তর করতে পারে।
ভিডিও ডিভিডি বানাতে সফটওয়্যারটি চালু করে Add Files বাটনে ক্লিক করে ভিডিওগুলো আনুন। এবার ডান দিকের Setting ট্যাবে ক্লিক করে Current Burner, Target disk size হিসাবে ৪.৭ (অথবা ৮.৫ নির্বাচন Kiæb), TV System হিসাবে Pal নির্বাচন করুন। এবার Advanced ট্যাবে গিয়ে Disk Level লিখে Aspect ratio 4:3 (অথবা 16:9) নির্বাচন করুন। এরপরে DVD Menu ট্যাবে General এ Templates পছন্দ করে নির্বাচন করুন। ইচ্ছা করলে BG Image তে পটভুমির ছবি এবং BG audio তে পটভুমির অডিও এবং Duration এ অডিও এর স্থায়িত্ব সর্বোচ্চ ১৮০ সেকেন্ড সেট করতে পারেন। Title এ ভিডিও মেনুর টাইটেল লিখে Button এ নিচের প্রিভিউ থেকে ভিডিও নির্বাচন করে উক্ত ভিডিও এর নাম লিখে Playback এ দরকারী পরিবর্তন করে Burn বাটনে ক্লিক করুন। ডিভিডি রাইটারে কোন ডিক্স না থাকলে একটি ম্যাসেজ আসবে, উক্ত ম্যানেজে Ignore বাটনে ক্লিক করলে ডিভিডি রূপান্তর হবে এবং হার্ডডিক্সে সেভ হবে। সরাসরি ডিভিডিতে রাইট না করাই ভালো, কারণ ডিভিডি রূপান্তর হতে বেশ সময় লাগে।
সফটওয়্যারটির দারুন একটি দিক হচ্ছে সমস্ত ভিডিওকে ৪.৭ / ৮.৫ গিগাবাইটের রূপান্তর করতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন