আপনাকে সহজ পদ্ধতি বর্ননা করা হল: মোটামুটি নতুন ভার্সনের মজিলা ব্রাউজার লাগবে(আশা করি আছে!) না থাকলে www.mozilla.com থেকে নামিয়ে নিন। এবার এই লিংকটাতে প্রবেশ করুন। এবার Add to FIREFOX এ ক্লিক করুন। এখন ডানপাশের উপরে Allow এ ক্লিক করতে হতে পারে আর না আসলে তো আরও ভাল। এখন নিচের ছবির মত একটা টেব আসবে।
আপনাকে Install Now এ ক্লিক করতে হবে(৫ সেকেন্ড পর Intall Now অপসান টা আসবে)। ভয় পাবেন না ইনস্টল হতে এক মিনিটও লাগবে না। এবার আপনার FIREFOX রিস্টার্ট করুন। এখন কাজ করা শুরু করা যাক।
যেই সাইটের Cookie ব্যবহার করতে যাচ্ছেন সেই সাইটের একটি ফ্রী একাউন্ট আপনার নামে/অন্য যে কারো নামে বানিয়ে নিন। প্রত্যেকটার Sign Up লিংক দিতে গেলে আমার অনেক সময় লাগবে তাই আশা করছি আপনারাই খুজে পাবেন না পারলে জানাবেন। এখন আমার হাতে সময় কম আমি একটু সর্টকাটে কম ছবি দিয়ে বুঝাতে যাচ্ছি পরে আরও বিবৃতি সহকারে লিখব।
FileServe:
Fileserve.com এ আপনার ব্রাউজার দ্বারা আপনার ফ্রী একাউন্টটি দিয়ে প্রবেশ করুন। এবার Firefox এর Tools থেকে Cookie Editor এ ক্লিক করুন।
এখন যেই বক্সটা আসবে সেখান থেকে Fileserve Cookie(নিচের ছবি দেখুন) টাতে ডাবল ক্লিক করুন।
এবার Content বক্স এ যা যা আছে সব মুছে ফেলে আমার দেয়া Cookie বাসান।
এবার Save চেপে তারপর Close চাপুন। এবার Fileserve এর পেজটা রিলোড করুন। দেখবেন আপনি আর আপনার একাউন্টে নাই!! হিহি আপনি একটি প্রিমিয়াম একাউন্ট এ লগইন অবস্থায় আছেন। এখন আপনি যত্ত খুশী ডাউনলোড করুন ব্রাউজার বা IDM যেমনে ইচ্ছা। আর একটা কথা - কি দরকার, আর Sign Out হওয়ার??? একবার ঢুকলে আর বের হওয়ার দরকার নাই।
DepositFiles:
FileServe এর মতই depositfiles.com এ আপনার ফ্রী একাউন্ট দ্বারা লগইন করুন এবার আগের মতই Tools>Cookie Editor>Depositfiles autologin(ছবি) তে ডাবল ক্লিক তারপর Content বক্স এ Cookie বসিয়ে Reload করুন আর Premium User হিসেবে ঢুকে পড়ুন।
হিহিহি।।।
MediaFire
একই রকম। Mediafire এ আপনার ফ্রী একাউন্ট দ্বারা লগইন করুন এবার আগের মতই Tools>Cookie Editor>Mediafire.com user(ছবি) তে ডাবল ক্লিক তারপর Content বক্স এ Cookie বসিয়ে Reload করুন আর Premium User হিসেবে ঢুকে পড়ুন।
হো হো হো কি মজা তাই না??
Hotfile
একই রকম। Hotfile এ আপনার ফ্রী একাউন্ট দ্বারা লগইন করুন এবার আগের মতই Tools>Cookie Editor>hotfile.com auth(ছবি) তে ডাবল ক্লিক তারপর Content বক্স এ Cookie বসিয়ে Reload করুন আর Premium User হিসেবে ঢুকে পড়ুন।
একবার সাইন আউট করে ফেললে আপনাকে আপনার সকল Cookie ডিলিট করে তারপর আবার লগইন করতে হবে। কিভাবে করতে হয়? Tools>Clear Recent History> Time range to Clear থেকে Everything সিলেক্ট করুন এবং তারপর নিচে শুধুমাত্র Cookies এ টিক চিহ্ন রেখে বাকিগুলো উঠিয়ে ফেলুন। এবার Clear Now এ ক্লিক করলে সব কুকি ক্লিয়ার! এখন আবার নতুন করে ওয়েব সাইট এ ঢুকে লগ ইন করে কুকি বসান। আশা করি একটু কঠিন হলেও সব বুঝেছেন। আর না বুঝলেও একটু ঘাটাঘাটি করলেই সব বুঝে যাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন