আপনারা যেন সহজ ভাবে ডাউনলোড করতে পারেন তার ব্যবস্থা আমি করেছি।
বিশ্ববিখ্যাত ভিডিও এডিটিং সফটওয়্যার cyberlink power director 9(ultra 64).যারা শখের ভিডিও এডিটর কিংবা যারা এটিকে পেশা হিসেবে নিয়েছেন তাদের উভয়েরই কাজে লাগবে এই সফটওয়্যারটি।সফটওয়্যার কোম্পানীটির দাবি এই প্রথম তারা পৃথিবীতে Turbo-charge HD video production speed 64 bit’এ এনে দিয়েছে।অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যারের সাথে তারা তাদের সফটটিকে তুলনা করেছে নীচের ছবিটি দেখলেই বুঝতে পারবেন
এছাড়া এরা আপনাকে দিচ্ছে প্রফেশনাল প্রডাকশনের সঙ্গে ১০০ টি ভিডিও ট্র্যাকস এবং পাওয়ারফুল ভিডিও এডিটিং টুলস।এছাড়া ডাইরেক্টর জোন থেকে ফ্রী ডাউনলোড করতে পারবেন ইফেক্টস এবং টেম্পলেটস।যারা আরও বিস্তারীত জানতে আগ্রহী তারা ঘুরে আসুন এদের অফিসিয়াল সাইট থেকে,জানতে পারবেন অনেক কিছু।আসুন ঘুরে আসি তাহলে
এখানে আপনারা ভিডিও টিউটোরিয়ালও পাবেন।বিস্তারীত পড়ে এবং ভিডিও টিউটোরিয়াল দেখে জানতে পারবেন অনেক কিছু।এরপর যদি মনে করেন যে সফটওয়্যারটি আপনার প্রয়োজন তাহলে বিশাল এই ফাইলটি ডাউনলোড করার সাহস দেখাতে পারেন।আর যদি মনে করেন যে প্রয়োজন নেই তাহলে ডাউনলোড করা থেকে বিরত থাকুন।আমি আপনাদের একটি জিনিস পরিষ্কার ভাবে বোঝাতে চাই যে, যেটা আপনার প্রয়োজন শুধু সেটাই ডাউনলোড করুন।সবগুলোই করতে হবে এটা কোন বীরত্বের কথা নয়।যদি সফটওয়্যারটির প্রয়োজন একজনের হয়ে থাকে তবে তবে একজনই ডাউনলোড করুন।হাজার হাজার জনের কোন দরকার নেই।আশা করি বুঝাতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন।তো আসুন এবার ডাউনলোড শুরু করা যাক।৬৭৩ মেগাবাইটের এই সফটওয়্যারটি আমি আপনাদের সুবিধার্থে ৭ টি খন্ডে বিভক্ত করেছি।৬টি খন্ড ১০০ মেগাবাইট এবং শেষেরটি ৭৩ মেগাবাইট।আর সবগুলো পার্টই আপলোড করেছি মিডিয়া ফায়ারে।আসুন শুরু করা যাক ডাউনলোড।
ডাউনলোড শেষ হয়ে থাকলে ফাইলগুলি জোড়া লাগিয়ে নিন।এ ক্ষেত্রে winrar সফটওয়্যারটি আপনার ইন্সটল থাকতে হবে।এবার মাউস দিয়ে সবগুলো ফাইলকে এক করে মাউসের ডাউ পাশে ক্লিক করলে যেটাতে লেখা আছে স্ট্রাক্ট হেয়ার সেখানে ক্লিক করুন।আপনার ফাইল জোড়া লেগে যাবে।যাইহোক জোড়া লাগানোর পর ইন্সটল করুন।স্বাভাবীক ভাবেই ইন্সটল করুন।ইন্সটলের পথে আপনাকে জিজ্ঞেস করবে
আপনি অবশ্যই “yes”লেখাটিতে ক্লিক করবেন কারন এর সাথে আপনাকে ফ্রীতে দেবে আরও একটি মূল্যবান সফটওয়্যার যার নাম cyberlink wave editor
ইন্সটল শেষ করে ডেস্কটপে power director নামে একটি ইকোন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আপনাকে সিরিয়াল কী।দিতে বলবে অথবা কিনতে বল্বে।আপ্নি সিদ্ধান্ত নিন আপনি কোনটা করবেন।যদি সিরিয়াল কী’র দরকার হয় তবে সাথে দেয়া আছে এক পার্ট এক পার্ট করে কপি করে পেষ্ট করুন।
কাজ শেষ।এবার আসুন একটি পূর্ণ দৈর্ঘ্য চলচিত্র থুক্কু শুধু চিত্র দেখা যাক কি বলেন?
পছন্দ হয়? না হোয়ার কোন কারন দেখি না।এবার কার্যকরী কিছু ছবি।আম্রা ছবির মাধ্যমে জানবো এর ক্ষমতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন