রবিবার, ২৬ ডিসেম্বর, ২০১০

ভিজিট করা ওয়েবপেজ গুলোকে সহজেই PDF ফরমেটে কম্পিউটারে সেভ করুন

আমরা প্রতিদিন অনেক ওয়েবসাইট ভিজিট করে থাকি কিন্তু কিছু দিন পরেই তা ভুলে যাই। বুকমার্ক করে রাখলেও সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা হয়ে উঠে না অনেক পেজের মাঝে অথবা কম্পিউটার সেটআপ করার পর বুকমার্ক লিষ্ট থেকে মুছে যায়।
convert to pdf • আপনার ভিজিট করা ওয়েবপেজ গুলোকে সহজেই PDF ফরমেটে কম্পিউটারে সেভ করুন... | Techtunes
এখন HTML to PDF Converter দিয়ে আপনি সহজেই আপনার ভিজিট করা আকর্ষনীয় বা পরবতীর্তে কাজে লাগতে পারে এমন ওয়েবপেজ গুলো আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। ১ মেগাবাইটের কম সফটয়্যারটি দিয়ে আপনি PDF আকারে ফাইল বানিয়ে রাখতে পারেন। ফাইলের সাইজও তেমন বড় হয়না। নিচের লিঙ্ক থেকে সফটয়্যারটি ডাউনলোড করে নিন আর এটি ইন্সটল করার জামেলা নেই। ফাইলটি ডাউনলোড করার পর এ্যাপ্লিকেশনটি রান করুন এবং প্রোগামটি চালু হবার পর কাঙ্কখিত পেজটির লিঙ্কটি পেষ্ট করে দিন। > এখানে ক্লিক করে সফটয়্যারটি ডাউনলোড করে নিন।
Free HTML to PDF Converter

এছাড়া অনলাইনে আরো কিছু সাইট আছে যা দিয়ে অফিস ফাইল সহ আরো

বিভিন্ন ফাইল  ফ্রি  কনর্ভাট করতে পাবেন :-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget