শনিবার, ১১ ডিসেম্বর, ২০১০
cyberlink power producer.v5।সম্পূর্ণ নিজস্ব ষ্টাইলে তৈরী করুন vcd,dvd,blu-ray ইত্যাদি।
প্রথমেই বলে রাখছি ভয়ের কোন কারন নেই কারন এর সাইজ আপনাদের ধারন ক্ষমতার মধ্যেই আছে তাই বিচলিত হবেন না।প্রয়োজনিয় কিন্তু সাইজে ছোট এমন সফটওয়্যারই আপনাদের দেয়ার চেষ্টা করি।এমনও অনেক সফটওয়্যার আছে যেগুলো শেয়ার করলে আপ্নারা খুশীতে লাফিয়ে উঠবেন।কিন্তু সাইজ শুনলে ফাঁটা বেলুনের মত চুপসে যাবেন।৪/৫ কিংবা ৬ গিগা।কি ভয় পেলেন?পানি খান তাহলে।
আসুন আমার সীমিত জ্ঞানে এই সফটওয়্যারটির সাম্যক কিছু ধারনা দেয়ার চেষ্টা করি।যদি ভুল হয় ক্ষমা করবেন।
আসুন প্রথমে ছবির মাধ্যমে জেনে নেই এর দ্বারা কি কি কাজ আমরা করতে পারবো।
produce movie disk এ ক্লিক করে আমরা আমাদের প্রজেক্ট বিভিন্নভাবে করতে পারবো যেমন
প্রতিটি ফরম্যটের বিবরন info তে পাবেন তাই বুঝতে সহজ হবে আপনার জন্য আসলে কোনটা করা প্রয়োজন।আপনার কাংখীত ভিডিও কিংবা ফটোগুলোকে বিভিন্ন মেন্যু যোগ করে মনের মত করে সাজাতে পারবেন।
এরকম অনেক কিছুই পাবেন যা আপনার প্রজেক্ট বাস্তবায়নে অগ্রনী ভূমিকা রাখবে।শেষের অপশন disk utilities এ ক্লিক করে আপনার তৈরীকৃত প্রজেক্টকে কি করতে চান এবং জরুরী কিছু কাজ করতে পারবেন এখানে।যেমন
আরও অনেক কিছু যা লেখার চেয়ে নিজে পরীক্ষা করে নিলেই ভালো হবে।যারা ডাউনলোড করতে উৎসুক তারা মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করতে পারেন ১৫৮ মেগাবাইটের এই দূর্লভ সফটওয়্যারটি।
ডাউনলোড শেষ হলে ইন্সটল করুন।যখন পাসওয়ার্ড চাইবে।কী’জেনটি খুলে generate তে ক্লিক করে আপনার জন্য বরাদ্দকৃত নাম্বারটি নিয়ে নিন এবং সফটওয়্যারটি এক্টিভ করুন
কাজ না হলে দয়া করে গালিগালাজ করবেন না আর কাজ হলে দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো সফটওয়্যার দিতে পারি আপনাদের।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন