শনিবার, ১৮ ডিসেম্বর, ২০১০

মাউসের রাইট মেনুতে নতুন অপশন যোগ করুন

আজকে শিখাবো রাইট মাউস ক্লিক করলে যেই মেনু আসে, মানে, "পপ আপ মেনু" যাকে বলে। সেখানে আমরা আজ নতুন ২টা অপশন যোগ করবো।
১। Copy To
২। Move To

বুঝে নিন এই দুটির কাজ।
১। Copy To দিয়ে খুব সহজে রাইট মাউস ক্লিক করে যেই ফোল্ডারে ফাইল সেন্ড করতে চান সেখানে করতে পারবেন।আপনাকে বার বার কপিতে ক্লিক করে সেই ফোল্ডারে যেতে হবে না।

২। Move To দিয়ে একি ভাবে মুভ করতে পারবেন।


কিভাবে বানাবো চলুন দেখি

প্রথমে run এ গিয়ে টাইপ করুন regedit
পরে এখানে যান-
HKEY_CLASSES_ROOT\AllFileSystemObjects\shellex\ContextMenuHandlers

এখন রাইট মাউস ক্লিক করে ২টা নতুন key বানান, নাম দিন
একটার নাম Copy To
আরেকটার নাম Move To
এখন default এ ডাবল ক্লিক করে
Set the value 'Copy To' এর জন্য->{C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13}

Set the value 'Move To' এর জন্য->
{C2FBB631-2971-11d1-A18C-00C04FD75D13}
(উপরের ভেলু গুলো ঠিক যেভাবে আছে এভাবে দিবেন, এখান থেকে কপি করে নিন।)

হয়ে গেছে, এবার কনো ফাইলের উপর গিয়ে রাইট ক্লিক করে দেখুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget