মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০১১

IDM 6 এর যেকোন ভার্সন এবং 6 এর সকল ভার্সনের জন্যে ওয়ার্কিং প্যাচ এবং এর নতুন/পুরাতন সব ফিচার এর চুলচেরা বিশ্লেষণ এবং টিপস্‌ এন্ড ট্রিকস্ নিয়ে মেগাটিউন

IDM নিয়ে আইটিপেমী রুহুল ভাইয়ের বেশ কয়েকটি টিউন দেখলাম,বুঝতে পারলাম উনিও আমার মত IDM প্রেমী।IDM নিয়ে এত এত টিউন থাকার পরেও এই মেগাটিউনটি করার পেছনে একমাত্র কারণ হল অনেকেই দেখলাম ক্র্যাক নিয়ে সমস্যায় পড়েছেন।অনেকেই “silent installer” এবং “pre cracked version ব্যাবহার করছেন,কিন্তু এইগুলো আপডেট করতে পারবেন না,কারণ আপডেট করলেই আর সেটি cracked version হিসেবে থাকবেনা।যাইহোক আমি আপনাদের সাথে আজকে যেই patch টি শেয়ার করবো সেটি দিয়ে আপনি শুধু যে বর্তমান ভার্সন 6.04 Build 2 তেই(গত বছরের ডিসেম্বরের ২৪ তারিখে রিলিজড্‌) ব্যাবহার করতে পারবেন না তা না,ভার্সন 6.xx পর্যন্ত(মানে 6 এর সব ভার্সনের সব build এর জন্য) আগামী সব ভার্সনেই ব্যাবহার করতে পারবেন।মানে মনে করেন আপনি যদি এখন 6.04 Build 2 ডাউনলোড করে ইনসটল করে প্যাচ করার পরে দেখলেন আগামীকাল 6.04 Build 3 বের হয়েছে,তাহলে কোন টেনশন ছাড়াই 6.04 Build 3 আপডেট করুন অথবা এমনিতেই ডাউনলোড করে আগের ভার্সনের উপর ওভাররাইট করুন।এই পদ্ধতি আপনি ভার্সন 6 .xx পর্যন্ত যেকোন build এর জন্যে ব্যাবহার করতে পারবেন।IDM ভার্সন 6 এর জন্যে বের করা সাধারণত এইসব ক্র্যাকার টিমের (Reverse Engineering Association(REA),Crude(CRD),Linezero(LZ0),Reverse Engineer’s Dream(RED),Zero Waiting Time(ZWT)) ক্র্যাক/প্যাচ অনলাইনে পাওয়া যায়।দয়া করে এগুলো ডাউনলোড করবেন না,কারণ এরা শুধু নির্দিষ্ট একটি ভার্সনের জন্য কাজ করে,6 এর সব ভার্সনের জন্যে না,তাই পরবর্তীতে আপডেট করলে আবার ঐ টিম বা অন্য কোন টিম এর ক্র্যাক/প্যাচ আবার ঐ নির্দিষ্ট ভার্সনের জন্য ডাউনলোড করতে হবে।এছাড়াও Under SEH Team(UST), Seek N Destroy(SND) এর ও 6.xx প্যাচ অনলাইনে পাওয়া যায়।কিন্তু এইগুলো একটাও কাজ করেনা।আসলে এই ক্র্যাকারদের সবকটি প্যাচ ফাইল IDM এর মুল exe ফাইল এর জন্যে সিরিয়াল কি জেনারেট করে,কিন্তু যখনি IDM অনলাইনে গিয়ে সার্ভারে এন্টারকৃত সিরিয়াল কি টি চেক করে ওদের ডেটাবেযে পায় না তখনি ফেক সিরিয়েল দেখিয়ে IDMকে অকার্যকর করে দেয়,এর কারণ এদের প্যাচ ফাইলে অনলাইন সার্ভার চেককে IDM এর মুল exe ফাইল থেকে মুছে দিতে/বাইপাস করতে পারে না।আরো কিছু সফটয়্যার ক্র্যাকার টিমের 6.xx প্যাচ পাওয়া যায় কিন্তু UnReal RCE নামে একটি সফটয়্যার ক্র্যাকার টিমের প্যাচটি সফলভাবে কাজ কাজ করায় আমি অন্যগুলো ডাউনলোড করে দেখি নাই।উল্লেখ্য যে ভার্সন 5.xx এর জন্যেও আমি আনরিয়েল ক্র্যাকার টিমের প্যাচ ব্যাবহার করতাম।এইখানে একটা ব্যাপার উল্লেখযোগ্য এই মেগা টিউনটি করার পিছনে যেটা সবচেয়ে বড় কারণ হচ্ছে সবার সাথে IDM এর সব ফিচার শেয়ার করা।এই সামান্য কিছু জিনিস থাকলে IDM দিয়ে ডাউনলোড করা অনেক সহজ হয়ে যায়।এমনকি যারা কোন ডাউনলোড ম্যানেজার-ই ব্যাবহার করতে জানেন না তারাও সহজেই ব্যাবহার করতে পারবেন।সুতরাং আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি কাজের ধাপগুলোতে:
১)প্রথমেই এইখান থেকে IDM এর বর্তমান ভার্সন 6.04 Build 2 ডাউনলোড করুন।আপনি যখন এই পেজ ভিজিট করছেন সে সময় যদি নতুন ভার্সন এসে থাকে তাহলে উপরোক্ত ডিরেক্ট লিংক কাজ করবে না,সেক্ষেত্রে আপনি IDM এর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে “Try Internet Download Manager for free” আইকনে ক্লিক করে ডাউনলোড করুন।
২)আপনার পিসিতে যদি কোন ডাউনলোড ম্যানেজার সেসময় ইন্সটল করা না থাকে তাহলে এইটি আপনি যে ব্রাউজারে আইডি এম এর সাইট ওপেন করেছেন সেইটির ডাউনলোড উইন্ডোতে আপনাআপনি শুরু হয়ে যাবে।
৩)আর যদি আপনার পিসিতে যে কোন ডাউনলোড ম্যানেজার ইন্সটল করা থাকে তাহলে ঐ ডাউনলোড ম্যানেজারেই এটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়া শুরু হবে।
৪)ডাউনলোড শেষ হওয়ার পর আর কিছু করার আগে নিচের ধাপটি একটু লক্ষ্য করুন।
৫)যদি IDM এর পুরানো ভার্সন বা অন্য কোন ডাউনলোড ম্যানেজার আপনার পিসিতে তখন ইন্সটল করা থাকে তাহলে সেটি আনইন্সটল করুন।IDM এর পুরানো যেকোন ভার্সন যদি ইন্সটল করা থাকে তাহলে নতুন ভার্সন ইন্সটল করার পর রিস্টার্ট করতে বলবে।যদি আপনাদের মধ্যে কেউ আমার মত চরম অলস থাকেন যার রিস্টার্ট করার ঝামেলায় যেতে চান না,তিনি,আগের IDM এর ইন্সটলেশন ফোল্ডারে গিয়ে ctrl+a কিদ্বয় চেপে অথবা ঐ ফোল্ডারে মাউসে রাইট ক্লিক করে “select all” চেপে shift+delete বা ঐ ফোল্ডারের যেকোন আইটেমের উপর মাউসের রাইট ক্লিক করে “delete all” চাপুন।লক্ষ্য করুন তিনটি ডিএলএল ফাইল ডিলেট হবে না কারণ ঐ ডিএলএল ফাইলগুলি উইন্ডোজ এর কারনেল শেল এর সাথে ইন্টিগ্রেটেড এবং IDM ডাউনলোড করার জন্যে যে ব্রাউজার ব্যাবহার করেছেন সেটির সাথেও ইন্টিগ্রেটেড।ওদেরকে ঐ অবস্থায় রেখে দিন। এইবার আপনার ডাউনলোডকৃত নতুন ভার্সনটি ইন্সটল করুন।
৭)এইবার UnReal RCE ক্র্যাকার টিমের ১১ জানুয়ারি রিলিজ হওয়া নতুন এই ক্র্যাকটি ডাউনলোড করুন।
৮)এইবার আপনার কম্পিউটারে winrar ইনসটল করা থাকলে ডাউনলোডকৃত ফাইল unrar/extract করুন(যদি winrar আপনার কম্পিউটারে ইনসটল করা না থাকে তাহলে ইনসটল করে নিন,আর winrar যদি আপনার হার্ড ড্রাইভেই না থাকলে এইখান থেকে ডাউনলোড করুন)
৯)ডাউনলোডকৃত ফাইল unrar/extract করার পরে internet.download.manager.6.xx.(2011)-patch.exe নামে একটা এক্সিকিউটেবল ফাইল পাবেন।এইটাই আমাদের প্যাচ ফাইল।প্যাচ করার জন্যে প্রথমে সিস্টেম ট্রে থেকে IDM এর আইকন এ রাইট ক্লিক করে এক্সিট চাপুন অথবা টাস্কবারে রাইট ক্লিক করে “Task Manager” এ ক্লিক করুন।এইবার যদি বাই ডিফ্লট প্রসেস ট্যাব এ ক্লিক করা না থাকে তাহলে এপ্লিকেশনস ট্যাব এর পাশে প্রসেস ট্যাব এ ক্লিক করুন।এইবার IDMan.exe এবং IEMonitor.exe খুজে বের করে “End Process” e ক্লিক করুন অথবা ঐ প্রসেস এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে “End Process” ba “End Process Tree” এর যে কোন একটি ক্লিক করুন।এতে IDM এর মুল প্রসেস IDMan.exe বন্ধ হবে।এইবার আমাদের প্যাচ ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করুন এবং patch এ ক্লিক করুন।”Patching Done” লেখাটা আসলে exit চাপুন।যদি “Patching Done” লেখাটা না আসে তাহলে বুঝবেন IDM এর মুল প্রসেস IDMan.exe বন্ধ হয়নি।সেক্ষেত্রে প্রসেস বন্ধ করার জন্যে এই ধাপটি আবরো ভালোমত পড়ে আবার শুরু থেকে চেষ্টা করুন।
১০)প্যাচ হয়ে গেলে Start Menu>All Programs>Internet Download Manager>Internet Download Manager ক্লিক করুন।এতে IDM ওপেন হবে।
১১)এখন আপনার IDM ঠিকমত প্যাচড্‌ হয়েছে কিনা সেটা চেক করার জন্য IDM এর মুল উইন্ডো এর মেনুবার এর Help এ ক্লিক করে About IDM click করুন।যদি সব আপনি সব ঠিকঠাক করে থাকেন তাহলে This product is licensed to এর নিচে UnREal RCE AlphaPatcher দেখাবে।
১২)কারো যদি এইখানে নিজের নাম দেখতে ইচ্ছা করে সেক্ষেত্রে আপনার ওস যদি এক্সপি হয়ে থাকলে Start Menu>Run এ ক্লিক করে regedit লিখে enter চাপুন।।আর যদি আপনার ওস Vista/Windows 7 হয়ে থাকলে Start Menu তে ক্লিক করে All Programs এর নিচে Start Seach যেইখানে লেখা আছে ঐখানে regedit লিখে enter চাপুন।দেখুন Computer এর পাশে একটি ত্রিভুজ সাইন আছে,ঐখাবে ক্লিক করলে এটি এক্সপান্ড হবে মানে এর আন্ডারের মেনু দেখাবে এইখান থেকে একি প্রক্রিয়ায় HKEY_LOCAL_MACHINE>SOftware>Internet Download Manager যান।ডান পার্শ্বে IDM এর রেজিস্ট্রেশনের তথ্য দেখতে পাবেন।এইবার FName এ মাউসের রাইট বাটন ক্লিক করে modify ক্লিক করে UnREal RCE এর জায়গায় আপনার নামের প্রথম অংশ এবং LName এ মাউসের রাইট বাটন ক্লিক করে modify ক্লিক করে AlphaPatcher এর জায়গায় আপনার নামের শেষ অংশ লিখুন।এই কাজ সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা চেক করার জন্যে কিবোর্ডের ফাংশন কি থেকে F5 কি টি চাপুন।যদি আপনার নাম দেখায় বুঝবেন কাজ হয়েছে।১৩ নং ধাপ পড়ার আগেই regedit.exe বন্ধ করবেন না।
১৩)ভবিষ্যতে ব্যাবহার করার জন্যে আপনি রেজিস্ট্রি সেটিংস ব্যাকআপ নিয়ে রাখতে পারেন।মানে যদি ওএস সেটাপ দিতে হয় সেক্ষেত্রে ১-১১ সব ধাপ শেষ করে আসার পরে ১২ নাম্বার ধাপটি আপনি না করেও আপনি নিজের নামে IDM রেজিস্টার্ড করতে পারবেন।সেজন্যে ১২ নং ধাপটির পরে regedit window এর HKEY_LOCAL_MACHINE>SOftware>Internet Download Manager এই value তে রাইট ক্লিক করে export এ ক্লিক করুন।এইবার আপনার পছন্দমত নাম আর লোকেশন নির্বাচন করুন রেজিস্ট্র ফাইলটি সেভ করার জন্যে।এইবার ভবিষ্যতে আপনি যখনি ওএস সেটাপ দিবেন এরপরে ১২ নাম্বার পর্যন্ত সব ধাপ করার পর শুধু আপনার ব্যাকআপ রেজিস্ট্র ফাইলটি ডাবল ক্লিক করার পরে একটি কনফারমেশন বক্স আসলে ঐখানে ok ক্লিক করুন,ব্যাস IDM আপনার নিজের নামে রেজিস্টার্ড হয়ে যাবে।
১৪)যারা ১৩ নং ধাপ করতে ব্যার্থ হয়েছেন তারা নিচের টেক্সট কপি করুন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Internet Download Manager]
“AdvIntDriverEnabled2″=dword:00000001
“FName”=”এইখানে আপনার নামের প্রথম অংশ লিখুন (তবে কোটেশন চিহ্ন (“”) মুছবেন না)”
“LName”=”এইখানে আপনার নামের প্রথম অংশ লিখুন (তবে কোটেশন চিহ্ন (“”) মুছবেন না)”
“Email”=”AlphaPatcher@UnREaL-RCE.Net (এইখানে চাইলে আপনার নিজের ইমেইল ও ব্যাবহার করতে পারেন)”
“Serial”=”12345-67890-12345-67890″
এইবার Start Menu>All Programs>Accessories>Notepad ক্লিক করে ঐখানে উপরোক্ত টেক্সট পেষ্ট করুন,আর সেভ করার জন্যে ফাইল মেনু থেকে save as অথবা ctrl+s বাটনদ্বয় একসাথে চাপুন।এইবার save as উইন্ডো থেকে file name এ IDM.reg লিখুন এবং save as type এ all files ক্লিক করে save বাটন চাপুন।রেজিস্ট্রি ফাইল বানানো হয়ে গেলো।
১৫)IDM আপনার নামে ঠিকমত রেজিস্টার্ড হয়েছে কিনা চেক করার জন্যে ১১ নং ধাপটি ফলো করুন।
IDM এর সব ফিচার এর বিশদ আলোচনা এবং কিছু টিপস এন্ড ট্রিকস:
১)আপনি চাইলে কোন ফাইল এর ডাউনলোড লিংক বা ইউআরএল কপি করলেই IDM সেই ফাইল অটো ডাইনলোড করার জন্যে কনফিগার করতে পারেন।অর্থাৎ আপনার কষ্ট করে IDM খুলে add url এ ক্লিক করতে হবে না।কোন ডাউনলোড লিংক আপনি শুধু কপি করলেই আইডিম অটোমেটিক ক্লিপবোর্ডে থেকে ঐ লিংক নিয়ে নিবে এবং আপনার কাছে ডাউনলোড করবে কিনা এইজন্যে পারমিশন চাইবে।এ জন্যে IDM এর টুলবার থেকে option অথবা মেনুবার থেকে tools>option এ ক্লিক করে general tab থেকে “Automatic start downloading of URLs placed to clipboard” টিক চিহ্ন বসান।
2)আপনার পছন্দের ব্রাউজার যদি IDM সাপোর্ট না করে থাকে অথবা সাপোর্টেড হওয়ার পরেও যদি ঐ ব্রাউজারের সাথে IDM ইন্টিগ্রেটেড না হয়(মানে ব্রাউজারে ডাউনলোড লিংক পেষ্ট করে এন্টার চাপলে যদি IDM ডাউনলোড শুরু না হয়ে ব্রাউজারের ডিফল্ট ডাউনলোড উইন্ডোতে ডাউনলোড শুরু হয়) তাহলে সময় এস গিয়েছে IDM কে কনফিগার করার।এ জন্যে option এ ক্লিক করে general tab iDM capture downloads from the following browser er list এ আপনার পছন্দের ব্রাউজার আছে কিনা দেখুন।যদি ঐখানে থাকে কিন্তু পাশের বক্সে টিক চিহ্ন দেয়া না থাকে তাহলে টিক চিহ্ন বসিয়ে দিন। আর যদি এড করা না থাকে তাহলে নিচের “add browser” এ ক্লিক করুন।এইবার “Please locate the browser executable file on the next dialog” লেখা একটা ডাইলগ বক্স আসবে সেখানে Ok ক্লিক করে আপনার পছন্দের ব্রাউজারের exe ফাইলটা দেখিয়ে দিন।এখন আপনার পছন্দের ব্রাউজার থেকেও IDM সরাসরি ডাউনলোড করার জন্যে উপযুক্ত হল।
3)মাঝে মাঝে কিছু সাইটে IDM এর ডাউনলোড প্যানেলের জন্যে আপনি বিরক্তিবোধ করতে পারেন।ঐ নির্দিষ্ট সাইট থেকে আপনি IDM এর প্যানেল দেখতে না চাইলে অথবা কোন নির্দিষ্ট সাইট থাকে আপনি কখনোই ডাউনলোড করার জন্যে আইডিমকে পারমিট করতে না চাইলে option এ ক্লিক করে file tab এ ক্লিক করুন এরপর “Dont start automatic downloading from the following site” লেখার নিচে টেক্সট বক্সে একদম শেষ সাইটের পরে একটা স্পেস দিয়ে এরপরে একটা এস্টেরিস্কস (*) দিয়ে সাইটটি এড করুন।
4)IDM দিয়ে কিছু ডাউনলোড করলে সেটি বাই ডিফল্ট c drive এ সেভ হয়। এই ডিফল্ট লোকেশন পরিবর্তন করতে option এ ক্লিক করে save to tab এ যান।এইবার save to এর নিচের drop down মেনু থেকে general,compressed,audio,documents,music,programs,video এর জন্যে এক এক করে ডিফল্ট ডাউনলোডিং পাথ বা লোকেশন পরিবর্ত করুন.কাজের সুবিধার্তে প্রথমে কোন ফোল্ডারে সেভ করবেন সেটি ঠিক করুন তারপর প্রাইমারী ফোল্ডার হিসেবে general catagory এ সেটিকে সেট করুন।উদাহরণ দিয়ে বলি,আমি আমার প্রাইমারী ফোল্ডার হিসেবে “F:\My Documents\Downloads” এটিকে সিলেক্ট করেছি।এখন general catagory এর জন্যে আমি “Default download directory for “Genaral” catagory” এর নিচে দেওয়া ডিরেক্টরি মুছে “F:\My Documents\Downloads” পেস্ট করলাম(কোটেশন (“”) চিহ্ন ছাড়া।)অর্থাৎ যে সব ফাইল compressed,audio,documents,music,programs,video এর কোন catagory তে পড়বে না সেই ফাইলগুলো এইখানে ডাউনলোড হবে।এইবার এইবার save to এর নিচের drop down মেনু থেকে Compressed সিলেক্ট করে এর জন্যে আমি “Default download directory for “Compressed” catagory” এর নিচে দেওয়া ডিরেক্টরিতে \compressed এর আগে “F:\My Documents\Downloads” এটি পেষ্ট করলাম।অর্থাৎ compressed catagory এর জন্যে নতুন ডিরেক্টরি হলো “F:\My Documents\Downloads\compressed”।এইভাবে বাকিগুলোও কনফিগার করুন।(যারা এক্সপি ব্যাবহার করেন তারা এই ডিফল্ট ডাউনলোড লোকেশন খুব সহজেই পরিবর্তন করতে পারেন।এইবার আপনার ডেস্কটপ থেকে “My Documents” ফোল্ডারে রাইট ক্লিক করে Properties এ ক্লিক করে target এ ক্লিক করুন।এইবার লোকেশন পাথে “F:\My Documents” টাইপ করুন(অথবা আপনার নিজের ইচ্ছমত যেকোন লোকেশন)।এইবার ok ক্লিক করুন।যদি এই নামে ঐ ড্রাইভে কোন ফোল্ডার না থাকে তাহলে Create Message নামে একটা ডাইলগ বক্স আসলে ফোল্ডার বানানোর জন্যে yes এবং পরে Ok ক্লিক করুন।apply আর Ok করে বের হয়ে আসুন।এইবার চেক করার জন্যে “My Documents” এ ঢুকে দেখুন।ভিসতা আর উইন্ডোজ সেভেনের জন্যে c ড্রাইভ থেকে User এ ঢুকেন এরপর আপনার ইউজার নেমযুক্ত ফোল্ডারে ঢুকুন।এইবার download ফোল্ডারে এ রাইট ক্লিক করে Properties এ ক্লিক করে Location এ ক্লিক করুন।”F:\My Documents\Downloads” টাইপ করুন(অথবা আপনার নিজের ইচ্ছমত যেকোন লোকেশন)।এইবার ok ক্লিক করুন।যদি এই নামে ঐ ড্রাইভে কোন ফোল্ডার না থাকে তাহলে Create Message নামে একটা ডাইলগ বক্স আসলে ফোল্ডার বানানোর জন্যে yes এবং পরে Ok ক্লিক করুন।apply আর Ok করে বের হয়ে আসুন।এইবার চেক করার জন্যে “F:\My Documents\Downloads” এ ঢুকে দেখুন।এখন যদি আপনার ওস ক্র্যাশ ও করে কোন টেনশন নাই,আপনার ডাউনলোড করা ডাটা থাকবে সুরক্ষিত।)
৫)কোন ফাইল যদি আপনি IDM দিয়ে ডাউনলোড না করে সরাসরি ব্রাউজারে ডাউনলোড করতে চান তাহলে Alt চেপে ধরে ফাইল লিংকের উপর লেফট্‌ ক্লিক করুন।এই ফাংশনকে prevent download বলে।
৬)IDM বাই ডিফল্ট উইন্ডোজের সাথে স্টার্ট হয়,কিন্তু কেউ যদি চান যে এইটি স্টার্টআপে থাকার প্রয়োজন নেই অর্থাৎ IDMকে উইন্ডোজের সাথে স্টার্ট হতে দেখতে চান না তাহলে option এ ক্লিক করে general tab এ Browser/System Integration এর নিচে Launch Internet Download Manager at startup এর পাশের বক্স থেকে টিক চিহ্ন তুলে দিন।আবার কারো যদি IDM স্টার্টআপে রান না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একি প্রক্রিয়ায় option এ ক্লিক করে general tab এ Browser/System Integration এর নিচে Launch Internet Download Manager at startup এর পাশের বক্সে শুধু টিক চিহ্ন বসিয়ে দিবেন।
৭)অনেক সময় নেট থেকে অনেক সফটয়্যার আপডেট নেয়,সেক্ষেত্রে option এ ক্লিক করে general tab এ Browser/System Integration এর একদম নিচে Use advanced browser intregration এ টিক চিহ্ন বসান,যেকোন সফটয়্যারের যেকোন আপডেট ফাইল এখন IDM ডাউনলোড করবে।(মাঝে মাঝে কিছু কিছু সফটয়্যারের জন্যে এই অপশন কাজ নাও করতে পারে।)
৮)যেসব সাইট আনলিমিটেড বা অনেক লম্বা সময় পর্যন্ত রিজিউম সাপোর্ট করে তাদেরকে আপনি চাইলে IDM এ কনফিগার করে রাখতে পারেন পরে ডাউনলোড করার জন্যে।এইজন্যে যখন ডাউনলোড কনফার্মেশন উইন্ডো আসবে সেখান থেকে আপনার “Start Later” বাটনটি চাপতে হবে।
৯)যারা মডেম দিয়ে নেট ব্যাবহার করেন (যেমন জিপি ইউজার) তারা IDMকে কনফিগার করে রাখতে পারেন এমনভাবে যাতে কোন ডাউনলোড চলার সময় যদি কোন কারণে লাইন ডিসকানেক্ট হয়ে যায় তাহলে IDM নিজে আবার কানেক্ট করে নিজে থেকে আবার অসম্পূর্ণ ডাউনলোড শেষ করতে পারে।এই জন্যে IDM যারা প্রথমে ইন্সটল করেছেন তাদের কাছে একটি Dial Up কনফিগারেশন উইন্ডো এসেছিলো,কিন্তু হয়তো অনেকেই সেটাকে ঠিকমত কনফিগার করেন নি,না করে থাকলে কোন সমস্যা নেই,কনফিগার করার জন্যে option এ ক্লিক করে “Dial Up” tab এ “Ue Windows Dial Up Networking” এর পাশে টিক চিহ্ন বসানো আছে কিনা দেখুন।না থাকলে বসান এবং আপনি ওস সেটাপ দেওয়ার পরে যদি একের অধিক মডেম ব্যাবহার করে থাকেন তাহলে বর্তমানে যেটি ব্যাবহার করছেন সেটিকে Connection options এর Connection থেকে সিলেক্ট করুন।Username আর Password বাই ডিফল্ট ঐখানে বসাই থাকে।যদি না থাকে এবং আপনি যদি গ্রামীন ব্যাবহারকারী হন তাহলে কিছুই বসানো লাগবে না।Save Passord এর পাশের টিক বক্সে টিক চিহ্ন বসিয়ে দিন।ডাউনলোড চলাকালীন লাইন ডিসকানেক্ট হয়ে গেলে অটো রিডায়েলের জন্যে Redial options এর নিচের Redial attempts (zero if endlessly) এর পাশের ইনপুট বক্সে ০ এর কোন পরিবর্তন করতে হবে না(০ থাকা মানে IDM অগুনিতবার ডায়াল করার চেষ্টা করতে থাকবে) এবং “Time between redial attempts” এর পাশের ইনপুট বক্সে ৫ সেকেন্ড করে দিন।(কোন ক্ষেত্রে IDM যদি একবারে ডায়াল করে না পায় তাহলে ৫ সেকেন্ড পর পর রিডায়াল করতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত কানেক্টেড হচ্ছে।)
১০)কোন কোন নির্দিষ্ট Http বা FTP সাইট থেকে বিভিন্ন ফাইল বিভিন্ন সময়ে ডাউনলোড করার জন্যে যদি Username আর Password এর প্রয়োজন হয় সেজন্যে IDM এর “Site Logins” ফিচারটি ব্যাবহার করতে হবে।এইজন্যে টুলবার থেকে option এ ক্লিক করে “Site Logins” tab এ যান অথবা মেনুবার থেকে tools>option এ ক্লিক করে “Site Logins” tab এ যান।এইবার New তে ক্লিক করলে নতুন একটা উইন্ডো আসবে যেখান আপনার সাইট যদি http বা https বা ftp বা mms হয় সেটি আপনি server path এর বাম পাশের ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করুন আর server path ঐ সাইটের নাম বসান,খেয়াল রাখবেন সাইটের নামের সাথে http://www বসবে না আর যদি আপনি কোন ফাইল হোষ্টিং এর এড্রেস (রেপিডশেয়ার,মেগাআপলোড,হটফাইল ইত্যাদি) এইখানে বসিয়ে থাকেন সাইটের নামের আগে (*) এস্টেরিস্কস চিহ্ন বসান ,এটি বসানো হলে ঐ সাইটের সামনের অংশে অন্য কিছু যুক্ত থাকলেও অর্থাৎ ঐ ডোমেনের আন্ডারে অন্যান্য সাব-ডোমেইন থেকেও (যেমন http://www.rgl256.rapidshare.com) কোন সমস্যা ছাড়াই ডাউনলোড শুরু হবে,এইখানে এস্টেরিস্কসকে ওয়াইল্ডকার্ড বলে।এবার Username এ ঐ সাইটের ইউজারনেম আর Password এবং Confirm password ঐ সাইটের পাসওয়ার্ডটি বসান।
১১)আপনার নিজের আইপিকে হাইড করে কোন সার্ভার থেকে কোন ফাইল ডাউনলোড করতে চাইলে Proxy ফিচারটি ব্যাবহার করতে পারেন।এইজন্যে টুলবার থেকে option এ ক্লিক করে Proxy tab এ যান অথবা মেনুবার থেকে tools>option এ ক্লিক করে Proxy tab এ যান।এইবার আপনার প্রক্সি অনুসারে যেখানে যেটা বসানো দরকার সেটি ঠিকমত বসান,নাহলে ডাউনলোড হবেনা।অর্থাৎ যদি আপনি সাধারণ HTTP Proxy করেন তাহলে Proxy,Port,Username,Password যথাক্রমে Proxy,Port (ডিফল্ট হল Port নং 80 যদি কোন Port নং দেওয়া না থাকে),Username আর Password (যদি দেওয়া থাকে না থাকলে খালি রাখুন) বসান।একইভাবে HTTPS এবং FTP এর জন্যে বসাবেন যদি আপনার প্রক্সি HTTPS বা FTP টাইপের হয়।তবে HTTPS এর জন্যে ডিফল্ট Port নং হল 443 যদি কোন Port নং দেওয়া না থাকে আর FTP এর জন্যে ডিফল্ট Port নং হল 21 যদি কোন Port নং দেওয়া না থাকে।
১২)IDM এর একটি শক্তিশালী ফিচার হলো “Site Grabber”। কোন ওয়েবসাইটের সব বা নির্দিষ্ট কিছু পেইজ যদি আপনি আপনার হার্ড ডিস্কে সংরক্ষণ করার জন্যে এটি ব্যাবহার করতে পারেন।এজন্যে টুলবার থেকে “Grabber” ক্লিক করুন। “IDM Site Grabber” নামে নতুন একটি উইন্ডো ওপেন হবে। “Grabber Prjocet Name” এর নিচে যেকোন নাম দিন বা ডিফল্ট নামটিও রাখতে পারেন।যদি আপনি যেই সাইটের/পেইজের কনটেন্ট ডাউনলোড করতে চাইছেন সেটি আগে থেকে কপি করে রাখেন তাহলে “Start page/address” এর নিচের টেক্সট বক্সে সাইটটির/পেইজটির লিংক IDM অটোমেটিক ক্লিপবোর্ড থেকে নিয়ে নিবে।আর কপি করা না থাকবে ম্যানুয়ালি লিখুন। “Project Template” এর নিচের ড্রপ ডাউন মেনু থেকে আপনার পছন্দমত মেনু সিলেক্ট করুন।আর আপনি যদি বুঝতে না পারেন তাহলে ডিফল্ট ভ্যালু “Custom settings” রেখে দিন(আপনাদেরকে সবকিছু পরিষ্কার করে বুঝানোর জন্যে আমি “Custom settings” সিলেক্ট করেছি)।যদি সাইটটির জন্যে ইউজারনেম আর পাসওয়ার্ডের প্রয়োজন হয় তাহলে “Use authorization” এর পাশের টিক বক্সে টিক চিহ্ন বসিয়ে Login আর Password বক্সে আপনার ইউজারনেম আর পাসওয়ার্ড বসান।এইবার next বাটনটি চাপুন।এইবার নতুন উইন্ডোতে নতুন কোন পরিবর্তন করবেন না তবে “Convert the linkks in downloaded html files to local files for offline browsing” এর পাশের টিক বক্সে টিক চিহ্ন বসাতে পারেন যদি আপনি চান যে আপনার ডাউনলোডকৃত পেইজের মধ্যে অন্য কোন পেইজ লিংক আকারে থাকলে সেটিও ডাউনলোড হোক যাতে আপনি পরে ভিজিট করতে পারেন।আরো একটু পরিষ্কার করে বললে ব্যাপারটা এরকম দাড়াবে যে মনে করুন আপনি টেকটিউনস থেকে এই পেইজটি মানে আমার টিউনটি ডাউনলোড করতে চাইছেন,এখন এই টিউনে যেসব ফাইলের ডাউনলোড লিংক দেওয়া আছে আপনি যদি “Convert the linkks in downloaded html files to local files for offline browsing” এর পাশের টিক বক্সে টিক চিহ্ন বসান তাহলে ঐ ফাইলগুলোর ওয়েবপেইজে ডাউনলোড করে রাখবে(মিডিয়ারফায়ারের লিংক)।আর সরাসরি ফাইলটি ডাউনলোড হয়ে যাবে যদি ডিরেক্ট ডাউনলোড লিংক দেওয়া থাকে(এইখানে IDM এর ডাউনলোড লিংকটি ডিরেক্ট লিংক)।এইবার next বাটনটি চাপুন।পরের উইন্ডোতে কোন সেটিংস পরিবর্তন না করে সরাসরি next বাটনটি চাপুন।এইবার নতুন উইন্ডোতেও কোন পরিবর্তন না এনে next বাটনটি চাপুন।এইবার নতুন উইন্ডোতে IDM এর প্রসেসিং এর জন্যে অপেক্ষা করুন।IDM এর প্রসেসিং শেষ হলে সব ফাইল সিলেক্ট করার জন্যে টুলবার থেকে বাম দিক থাকে তিন নাম্বার আইকনটি চাপুন(Check all files)।আর ডাউনলোড করার জন্যে টুলবার থেকে বাম দিক থাকে পাঁচ নাম্বার আইকনটি চাপুন(Start downloading the check files)
১৩)এইবার আপনাদের সাথে আলোচনা করবো আমার মতে সবচেয়ে শক্তিশালী ফিচার নিয়ে।একসাথে অনেক ফাইল ক্রমান্বয়ে ডাউনলোড করতে চাইলে আপনাকে IDM এর সিডিউলার ব্যাবহার করতে পারেন।এইটি আমার জানামতে দুনিয়ার মাত্র দুটী ডাউনলোড ম্যনাজারের মধ্যে আছে,এক IDM আর দুই ফ্লাসগেট।যাই হোক IDM এর টুলবার থেকে Scheduler অথবা মেনুবার থেকে Downloads>Scheduler সিলেক্ট করলে নতুন একটি উইন্ড প্রদর্শিত হবে।এইখানে একদম নিচের বাম দিকে New queue বাটন পাবেন এইখানে ক্লিক করুন,আর নতুন queue এর জন্যে ডিফল্ট নাম “Queue # 3″ অথবা অন্য যেকোন একটি নাম দিন আর ok ক্লিক করুন।যদি আপনি চান যে আপনার পিসি স্টার্ট হবার সাথে সাথে এই Queue তে যেসব লিংক থাকবে সেগুলো ক্রমানুসারে ডাউনলোড হবে তাহলে ঐ একই উইন্ডো এর ডান পার্শ্বে “Star download on IDM startup” এ টিক চিহ্ন বসান।মাঝে মাঝে নেটের পিং ফল বা লস হলে সামান্য কিছুক্ষনের জন্যে হলেও ফাইল ডাউনলোড হতে পারেনা,সেসময় যদি আপনার Scheduler চালু থাকে তাহলে যেই ফাইলটি পিং কেটে যাওয়ার আগে বা লাইন ডিসকানেক্ট হওয়ার আগে ডাউনলোড হচ্ছিলো সেটি বাদ দিয়ে পরের ফাইল লিংকে চলে যাবে ডাউনলোড করার জন্যে।এভাবে সব ফাইল ডাউনলোড শেষ হলেই কেবল মাত্র এই অর্ধসমাপ্ত ফাইলকে আবার ডাউনলোড করতে চাইবে।এক্ষেত্রে অনেক সময় আপনি এত লম্বা সময়ের জন্যে রিজিউম সুবিধা নাও পেতে পারেন।তাই কোন ফাইল যদি একবার চেষ্টা করার পরেও IDM ডাউনলোড করতে না পারে,সেক্ষেত্রে তাকে আরো কয়েকবার চেষ্টা করার জন্যে আপনার নতুন বানানো Queue উইন্ডো এর “Number of retries for each file if download failed” এই অপশনের বাম পাশের টিক বক্সে টিক চিহ্ন বসিয়ে ডান পাশের ইনপুট বক্সে ডিফল্ট ভ্যালু ১০ বা আপনার ইচ্ছামত যেকোন ভ্যালু বসাতে পারেন।তবে আমার মতে ২০ এর বেশি কখনোই বসানো উচিত নয়।নাহলে সারাদিন ঐ একই ফাইল ডাউনলোড করতে চাইবে(কোন ক্ষেত্রে যদি ফাইল লিংকটি ডেড হয় বুঝুন ঠেলা,সারাদিন মরা লিংকের জন্যে IDM জান দিয়ে দিবে কিন্তু পরের ফাইলগুলো জীবিত না মৃত সেটা দেখার সুযোগ ও পাবে না।)এইবার close চেপে বের হয়ে আসুন।মনে করুন কয়েকটি লিংকযুক্ত একটি মুভি ডাউনলোড করতে দিয়ে আপনি রাতে ঘুমিয়ে পরতে চান, সেইজনে আপনি চাইছেন আপনার অবর্তমানে নিজে নিজে প্রত্যেকটি ফাইল ক্রমানুসারে ডাউনলোড করুক তার জন্যে প্রথমে একটি একটি করে সব লিংক অল্প ডাউনলোড করে pause করে রাখুন।এইবার “Main download queue” থেকে সব লিংক একসাথে সিলেক্ট করে মাউসের লেফট্‌ বাটন দিয়ে টেনে (drag) “Queue # 3″ বা আপনার দেওয়া নতুন Queue এর উপর ছাড়ুন (drop)।ইংরেজিতে এই প্রসেসকে বলে “Drag & Drop”.এইবার ক্রমানুসারে ডাউনলোড দেওয়ার জন্যে টুলবার থেকে Start Queue এর Drop Down মেনু থেকে Start Queue # 3 অথবা মেনুবার থেকে Downloads>Start Queue>Start Queue # 3 ক্লিক করুন।(Queue # 3 এর জায়গায় আপনারে দেওয়া নাম দেখাবে)
যারা “Drag & Drop” ব্যাপারটা সম্পর্কে পুরাপুরি স্বচ্ছ ধারণা পাননি তারা “Drag & Drop” না করে টুলবার থেকে Start Queue এর Drop Down মেনু থেকে Main download queue অথবা মেনুবার থেকে Downloads>Start Queue>Main download queue ক্লিক করুন।এক্ষেত্রেও কোন যামেলা ছাড়া কাজ হবে।তবে আমার মতে দুইটা Queue রাখা উচিত ডাউনলোডের সুবিধার্তে।
১৪)IDM এর একটি শক্তিশালী। ফিচার হলো Batch Download। অর্থাৎ আপনি একটি নির্দিষ্ট প্যাটার্নের একটি লিংক IDM কে দেখিয়ে দিলেন আর IDM IDM অটোমেটিক ঐ প্যাটার্ন অনুসারে শেষ লিংক পর্যন্ত জেনারেট করে ডাউনলোড করে নিবে।অনেকের কাছেই আমার এই কথাগুলো পরিষ্কার হয়নি,তাই একটা উদাহরণ দিয়ে একদম পরিষ্কার করে বলছি।
i)মনে করুন আপনি http://www.amarnatok.com থেকে কোন একটি ধারাবাহিক নাটক ডাউনলোড করবেন।সেইজন্যে আমি ঐ ওয়েবসাইটে ঢুকে একদম উপরে Home এর ডান পাশে The Qur’an এর পরেই Dramaserials নামে একটি বাটন দেখতে পাবেন।ঐখানে ক্লিক করুন।
ii)পেইজ লোড হওয়ার পরে স্ক্রিনশটসহ অনেকগুলো ধারাবাহিক নাটকের নাম দেখা যাবে।ধরলাম আপনি 420 নাটকটিতে ক্লিক করেছেন।এইবার পরের পেইজ আসার পরে দেখুন ঐখানে নাটকটির পর্ব অনুসারে প্রতি ১০ টি পর্ব নিয়ে এক একটি ভাগে ভাগ করা হয়েছে,অর্থাৎ ১-১০ পর্ব নিয়ে একটা ভাগ,১১-২০ পর্ব নিয়ে পরবর্তী ভাগ,২১-৩০ এর পর্ব নিয়ে পরবর্তী ভাগ এবং সব শেষে ৩১ -শেষ পর্ব পর্যন্ত শেষ ভাগ।এইবার “Episode 1-10″ লিংকের উপর মাউস রেখে রাইট ক্লিক চাপুন এবং “Open Link in New Window” তে ক্লিক করুন।এইখান থেকে কোন উইন্ডো বন্ধ করবেন না,নাহলে একই উইন্ডো আপনাকে বিভিন্ন কারণে বারবার খুলতে হবে)
iii)নতুন পেইজে ১ থেকে ১০ পর্যন্ত প্রত্যেকটি পর্বের জন্যে আলাদা আলাদা লিংক দেখাবে। Episode 01 এ মাউসের রাইট ক্লিক চেপে “Open Link in New Window” তে ক্লিক করে পরবর্তী পেইজ লোড হওয়ার জন্যে অপেক্ষা করুন।
iv)নাটকটি অনলাইনে দেখতে চাইলে নতুন আসা উইন্ডোতে “Microsoft Silverlight” সফটয়্যারটি ইন্সটল করতে বলবে (যদি আপনার পিসিতে আগে থেকেই “Microsoft Silverlight” সফটয়্যারটি ইন্সটল করা থাকে তাহলে সরাসরি নাটকটি শুরু হয়ে যাবে)। যেহেতু আমরা নাটকটি অনলাইনে না ডাউনলোড করে দেখতে চাই ।যেহেতু আমরা IDM এর Batch Download এর ফিচার জানার জন্যে চেষ্টা করছি সুতরাং আমরা অনলাইনে না দেখে ডাউনলোড করার চেষ্টা করি।এইবার “Install Microsoft Silverlight” আইকনটির নিচে “Download Here [Mirror #1] (Right Click -> Save As)” এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে “Copy Link Location” এ ক্লিক করুন (আপনি চাইলে যেকোন একটি Mirror সিলেক্ট করতে পারেন,আর আপনি যদি সত্যিকারের নাটকপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনি এইখানে ডাউনলোড করার জন্যে বাংলা নাটকের বিশাল সম্ভার পাবেন, কিন্তু ডাউনলোড করতে গিয়ে মেজাজ খারাপ হয়ে যাবে।কারণ এদের সার্ভার আমার মতে খুব ই খারাপ।এই আছে তো এই নেই।এই কারণে আপনার বিভিন্ন Mirror সিলেক্ট করতে হতে পারে।তবে সেক্ষেত্রেও যে আপনি ১০০% সফল হবেন তার ও কোন গ্যারান্টি নেই। যাই হোক আপাতত Mirror #1 -ই সিলেক্ট করুন নতুবা আমার আলোচিত লিংকের সাথে মিলবে না।আর এইকারণে আপনার বুঝতে অসুবিধাও হতে পারে)।
v)এইবার ডেক্সটপের যেকোন জায়গায় মাউসের রাইট ক্লিক করে New>Text Document এ ক্লিক করুন।এইবার ফাইলটিকে যেকোন একটি নাম দিন অথবা ডিফ্লট নামেই রেখে দিন।এখন টেক্সট ফাইলটিকে খুলে ঐখানে আগের কপি করা লিংক পেষ্ট করুন।
লিংকটি হবে এইরকম http://m3.amarnatok.org:6969/DS/420/420_01.wmv
এইবার ১৪/iii) ধাপের মত Episode 02 এর জন্যেও একই কাজগুলো করুন এবং দেখুন যে Episode 02 এর জন্যে লিংকটি হবে http://m3.amarnatok.org:6969/DS/420/420_02.wmv
এইখানে একটি ব্যাপার লক্ষ করুন যে প্রথম ও দ্বিতীয় লিংকে কোন পার্থক্য নেই শুধু শেষের 1 এবং 2 ছাড়া।তার মানে এই দাড়ালো যে প্রতিটি নতুন পর্বের জন্যে প্রতিটি লিংক এইভাবে এক এক করে বাড়তে থাকবে।এইবার আমাদের শেষ পর্ব কোনটি সেটি জানতে হবে নাহলে আমরা তো আর আনলিমিটেড লিংক জেনারেট বা ডাউনলোড করতে পারব না। এখন ১/ii)ধাপের মতই “Episode 31-End” এর জন্যে দেখুন শেষ পর্ব কোনটি।৩৫ নাম্বার পর্বটিই শেষ পর্ব সেটা তাদের লিংক থেকেই বুঝা গেলো (কেউ যদি এইখানে এসে না বুঝে থাকেন তাহলে আরেকটু পরিষ্কার করে বললে হবে যে, “Episode 1-10″) এর জন্যে Episode 01 এর লিংক পাওয়ার জন্যে যে কাজগুলো করেছিলেন ঠিক একই কাজ “Episode 31-End” এর জন্যে করবেন।”Episode 31-End” এর ঐখানে ক্লিক করলেই দেখতে পারবেন নতুন আসা পেইজে ৩১-৩৫ পর্ব পর্যন্তই আছে।তার মানে ৩৫ নাম্বার পর্বটাই শেষ পর্ব। এইখানে আরেকটা কথা বলে নেওয়া বাঞ্চনীয় যে যেই নাটকই খুলে না কেন Airing Status: Completed দেখালে বুঝতে পারবেন এই নাটকটি প্রচার শেষ।মানে এটির প্রথম থেকে শেষ সবকটি পর্ব আপনি এই সাইট থেকে ডাউনলোড করতে পারবেন)।তার মানে আমাদের ১ থেকে ৩৫ নাম্বার পর্বের জন্যে পর্যন্ত মোট ৩৫ টি লিংক জেনারেট করতে হবে।এইবার সহজ কাজটির জন্যে আপনি IDM এর ফাইল মেনু থেকে Tasks>Add Batch Download এ ক্লিক করুন। Address এ Episode 01 এর লিংকটি মানে http://m3.amarnatok.org:6969/DS/420/420_01.wmv পেষ্ট করুন।এরপর 01 জায়গায় এস্টেরিস্কস (*) বসান।এইবার From এর পাশের ইনপুট বক্সে 1 এবং To এর পাশের ইনপুট বক্সে 35 বসান।দেখুনতো Last file এইরকম হয়েছে কিনা http://m3.amarnatok.org:6969/DS/420/420_35.wmv
যদি এইরকম হয়ে থাকে তাহলে আর দেরি না করে ok ক্লিক করুন।পরের পেইজেও ok ক্লিক করুন।এইবার ফাইলগুলো কোন Queue তে রাখবেন তা জানতে চাইবে।আপনার পছন্দমত যেকোন Queue তে রাখতে পারেন(Main download queue অথবা আপনার নিজের বানানো Queue # 3(অথবা আপনি যেই নামে Queue টি বানিয়েছেন))। আবারো ok ক্লিক করুন।যেই Queue তে রাখার জন্যে নির্দেশ দিয়েছেন ঐ Queue ক্লিক করে চেক করে দেখুন ফাইল লিংকগুলো ঐখানে আছে কিনা।থাকলে আপনি সবকাজ সঠিক এবং সফলভাবে সম্পন্ন করেছেন।এইবার চাইলে আপনি এখনি Queue স্টার্ট করতে পারেন কিংবা রাতে ঘুমানোর আগে।
১৫)সবশেষে আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের উদ্ভাবিত একটি টেকনিকের সাথে পরিচয় করিয়ে দিয়ে।মনে করুন আপনি কোন গান,মুভি বা নাটক ডাউনলোড দেওয়ার পরে দেখলেন এটি ৯০%(বা যেকোন পরিমাণ) হয়ে লিংক ডেড হয়ে গিয়েছে।এখন যদি আপনি আমার মত অভাগা হন মানে নেট যদি লিমিটেড হয় অথবা ফাইল যদি যথেষ্ঠ রকমের বড় হয় তাই আবার ডাউনলোড করবেন কিনা দ্বিধাগ্রস্থ হয়ে পড়েন তাহলে আপনার জন্যে আমার এই ট্রিকস খাটবে।এইখানে বলে রাখা ভালো যারা নাই মামার চেয়ে কানা মামা ভালো নীতিতে বিশ্বাসী না তাদের জন্যে এই টেকনিক প্রযোজ্য নয়।তারা দয়া করে সামনের দিকে আর পড়বেন না কারণ পরে আমাকে গালি দিবেন বা মনোনীত না হোক দিবেন।বিগত নয় দিন ধরে যতটুকু সময় পেয়েছি ততটুকু সময় একটানা শুধু এই টিউনের পিছনে ব্যায় করেছি।এরপরে কেউ যদি নেগেটিভ এপরোচ করেন তাহলে এর চেয়ে কষ্টের তো কিছু হতে পারেনা।যাই হোক প্রথমেই করনীয় হচ্ছে আপনি যেই ফাইলটি ৯৮% ডাউনলোড হওয়ার পরে লিংক ডেড হয়ে গিয়েছে সেটির ফাইল সাইজ কত তা জানা। এই জন্যে IDM ঢুকে ফাইলটির পাশে size এর নিচেই দেখাবে সেটির সাইজ কত।মনে করলাম আপনি মুভি ডাউনলোড করছেন এবং সেটির সাইজ ৭০০ মেগাবাইট।এইবার আপনার খুজে বের করতে হবে IDM এর Temporary directory কোথায়?এর জন্যে Option>”Save to” tab এ যান।একদম নিচের দিকে দেখুন “Temporary directory” এর নিচের টেক্সট বক্সে এড্রেস পেয়ে যাবেন।এড্রেসটি কপি করে উইন্ডোজ এক্সপ্লোরারের এড্রেসবারে পেষ্ট করে এন্টার চাপুন।এইবার আপনি সরাসরি IDM এর Temporary directory তে ঢুকেছেন।এখন যদি আপনি এক্সপি ব্যাবহারকারী হন তাহলে ঐখানে সার্চ অপশন ব্যাবহার করুন আর সাইজে ৬০০ মেগাবাইট(৭০০ মেগাবাইট যদি আমার ডাউনলোড করতে চাওয়া ফিল্মের সাইজ হয় তাহলে এর ৯০% হয় ৬৩০ মেগাবাইট,তারপরেও ধরে নিলাম ৬০০ মেগাবাইট) সিলেক্ট করুন। আর যদি ভিসতা ব্যাবহারকারী হন তাহলে ডানদিকে উপরে সার্চে যে কোন কিছু লিখে প্রথমে একবার সার্চ দিন তারপরের উইন্ডোতে Advanced Search ব্যাবহার করে সেখানেও ফাইল সাইজ দিয়ে সার্চ করুন।লক্ষ্য করুন যদি IDM ফাইলগুলোকে ভাগ ভাগ করে ডাউনলোড করে এবং পরে জোড়া লাগাতে না পারে তাহলে সার্চ করে কিছুই পাবেন না।কারণ ভাগ ভাগ করা থাকলে সব ফাইল ই ৬০০ মেগাবাইট হবে,আর আপনি সার্চ করছেন একটি ফাইলের সাইজ ৬০০ মেগাবাইট।এই কারণে ভাগ করা থাকলে পাবেন না।সেক্ষেত্রে আপনাকে প্রতিটি ফোল্ডার ম্যানুয়ালি চেক করে দেখতে হবে।যেটা অনেক সময় সাপেক্ষ।এই কাজটা একটি ছোট এবং ফ্রিওয়্যার সফটয়্যার দিয়ে করতে পারেন।সফটয়্যারটির নাম Tree Size,এইটি এইখান থেকে ডাউনলোড করুন।এইবার আপনার কম্পিউটারে winrar ইনসটল করা থাকলে ডাউনলোডকৃত ফাইল unrar/extract করুন(যদি winrar আপনার কম্পিউটারে ইনসটল করা না থাকে তাহলে ইনসটল করে নিন,আর winrar এর ইন্সটলার যদি আপনার হার্ড ড্রাইভেই না থাকলে এইখান থেকে ডাউনলোড করুন)।ডাউনলোডকৃত ফাইল unrar/extract করার পরে দেখবেন TreeSizeFree.exe,GlobarlOptions.xml,TreeSizeFree.chm,TreeSizeFree.DE এবং TreeSizeFree_DE.chm নামে ৫টি ফাইল আছে।এই সফটয়্যারটি পোর্টেবল ভার্সন বলে ইন্সটল করতে হবেনা শুধু TreeSizeFree.exe নামের এক্সিকিউটেবল ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করতে হবে।TreeSizeFree ওপেন হবার পরে মেনুবার থেকে Scan>Select Directory… ক্লিক করুন।Browse For Folder নামে নতুন ছোট একটি উইন্ডো আসবে।এইবার ঐখান থেকে ম্যানুয়ালি IDM এর “Temporary directory” খুজে বের করুন অথবা IDM এর Option>”Save to” tab এ যাওয়ার পরে একদম নিচের দিকে “Temporary directory” এর নিচের টেক্সট বক্সে পাওয়া এড্রেস/ডিরেক্টরি/পাথ/লোকেশন কপি করে Browse For Folder উইন্ডো এর নিচে এর পাশের টেক্সট বক্সে পেষ্ট করে এন্টার চাপুন।ফোল্ডারটির সাইজ TreeSizeFree তে দেখাবে।এইবার DwnlData Folder টিকে এক্সপান্ড করুন বা ত্রিবুজ চিহ্ন একবার ক্লিক করুন অথবা
DwnlData Folder এর পাশের ফোল্ডারে ডাবল ক্লিক করুন।এইবার আপনার উইন্ডোজের ইউজারনেমযুক্ত আরেকটি ফোল্ডার পাবেন।এইটিকেও পুর্ব নিয়ম অনুসারে এক্সপান্ড করুন।দেখবেন অনেক ফোল্ডার আছে(যদি আপনি IDM অনেকদিন ধরে ব্যাবহার করে থাকেন অথবা আপনি যদি প্রচুর ডাউনলোড করেন)।এইবার লক্ষ্য করুন কোন ফোল্ডারের ডান পাশে ৬০০ মেগাবাইট বা তার বেশি দেখাচ্ছে।যেই ফোল্ডারের পাশে ৬০০ মেগাবাইট বা তার বেশি দেখাচ্ছে সেটির লোকেশন TreeSizeFree এর এড্রেসবার থেকে কপি করে উইন্ডোজ এক্সপ্লোরারের এড্রেসবারে পেষ্ট করে এন্টার চাপুন।এইবার চেক করে দেখুন ঐ ফোল্ডারে মোট কয়টি ফাইল আছে।যে কয়টি ফাইল আছে সবগুলোতে আপনার মুভি এর এক্সটেনশন যোগ করুন।মানে আপনার মুভি এর এক্সটেনশন যদি mkv হয় তাহলে ফাইলটির নামের শেষে .mkv যোগ করুন।এইবার উপযুক্ত বা ডিফল্ট প্লেয়ার দিয়ে চালানোর চেষ্টা করুন।আপনার কপাল ভাল হলে অন্তত কিছু সময়ের জন্যে হলেও মুভিটি দেখতে পারবেন।যদি অনেক ফাইল থাকে তাহলে সবগুলোকে এই পদ্ধতিতে চেষ্টা করে দেখুন।আর এই পদ্ধতি কোন ডকুমেন্ট(ওয়ার্ড,পাওয়াপয়েন্ট,পিডিএফ)বা প্রোগ্রাম(exe,bat,dll,dos) এর জন্যে কাজ করবে না।আমার টিউন যদি আপনাদের সামান্য উপকারেও লাগে তাহলে আমার কষ্ট সার্থক হয়েছে মনে করব।আর যদি কারো উপকার না লেগে যদি উল্টা সময় নষ্ট হয়ে থাকে তাহলে আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চায়ছি।কমেন্ট করুন যাতে বুঝতে পারি কোনটা ভুল হয়েছে,কি শোধরানো উচিত,নতুন কি যোগ করা উচিত অথবা কি জিনিস একেবারে বাদ দেওয়া উচিত।আজকে এইটুকুই।ভালো থাকবেন,শুভ রাত্রি।
বি:দ্র:হাসান যোয়ের (আল-ফাতাহ্) IDM এর নতুন ভার্সন এবং ক্র্যাক নিয়ে অলরেডি চমৎকার একখানি টিউন করেছেন(দেখতে এইখানে ক্লিক করুন।)।তার টিউনটি করার অনেক আগে থেকেই আমি এই টিউনটি করা শুরু করেছিলাম।কিন্তু সময়ের অভাবে এবং টিউনটি বিশাল বড় হওয়ার কারণে হাসানের আগে টিউনটি পোষ্ট করতে পারিনি।তো আমার টিউনটি করার ইচ্ছাও ছিলো না যখন দেখলাম ও ঠিক ক্র্যাক আর চমৎকার বর্ণনা দিয়েছে।তারপরেও অনেকদুর এগিয়ে গিয়েছি বলে হঠাৎ ই বাদ দিতে ইচ্ছা হলো না।তাই ওর সাথে কথা বললাম টিউনের কিছু জিনিস দেখালাম ও বললো,”অনেক জিনিস হয়তো আমরা জানি না,আপনি টিউন করুন”।তাই করলাম। আর যদি আপনার ক্র্যাক না করে হোস্ট ফাইলকে প্যাচ বা এডিট করে যেকোন সিরিয়েল দিয়ে কে ব্যাবহার করতে চান তাহলে আলফা ভাইয়ের এই টিউনটি দেখুন।ও আরেকটা ব্যাপার যদি কোন ধাপ বুঝতে বেশি কষ্ট হয় এবং সে ধাপের জন্যে স্ক্রিনশট একান্ত দরকারি বলে কেউ মনে করেন তাহলে কমেন্ট সেকশনে বলুন।আমি যোগ করে দিব।আসলে প্রত্যেক ধাপের জন্যেই দিতাম কিন্তু প্রায় ১.৫ মেগাবাইটের মত স্ক্রিনশট হয়ে যাচ্ছে।এমনিতেই সার্ভারের উপর প্রচুর লোডের কারণে ইদানীং টেকটিউন্স ওপেন হতে প্রচুর সময় নিচ্ছে তার উপর যদি এই ১.৫০ মেগাবাইটের স্ক্রিনশট যোগ করি তাহলে এই টিউনটি হয়তো আর ওপেন করতে হবেনা।তাছাড়াও আমার কানেকশন লিমিটেড।এই কারণেই এতোসব এতো ডিটেইলস্‌ এ বলা।
পরিশিষ্ট: যদিও আমি নিজে কখনো কোন সফটয়্যার কিনে ব্যাবহার করি নাই কারণ আমার কেনার মত সামর্থ নেই,কিন্তু আমি সবসময় একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি সেটা হলো সফটয়্যার শিল্পকে বাচিয়ে রাখতে হলে অবশ্যই সফটয়্যার কেন উচিত।এতে সফটয়্যার ডেভেলাপাররা উদ্ভুদ্ধ হবে আমাদের জন্যে আরো ভালো ভালো সফটয়্যার বানানোর জন্যে।লিগেল ও ফুল ভার্সন IDM কিনতে বাংলাদেশের Internet Download Manager এর অথোরাইজড্‌ রিসেলারের এই লিংকে ক্লিক করুন।

আপনি প্রথমে এইটা কনফার্ম করুন যে আপনি এর আগে IDM প্যাচ করেছেন কিনা।যদি করে থাকেন তাহলে IDM এর ইন্সটলড্‌ ফোল্ডারে গিয়ে চেক করুন IDMan.exe.bak নামে একটি ফাইল আছে কিনা।এইখানে উল্লেখ্য IDMan.exe.bak ফাইলটি হচ্ছে IDM এর মুল exe ফাইল যার নাম IDMan.exe এর ব্যাকআপ কপি।এখন আপনি যদি কোন Disk Cleaner সফটয়্যার দিয়ে যেমন CCleaner দিয়ে আপনি আপনার কম্পিউটারের অবাঞ্ছিত ফাইল নিয়মিত পরিষ্কার করে থাকেন তাহলে এই IDMan.exe.bak ফাইলটি ডিলেট হয়ে যাবে,আর IDMan.exe নামে যে ফাইলটি থাকবে সেটি হচ্ছে আগের প্যাচড্‌ করা ফাইল।এটিকে কোন ভাবেই প্যাচ করা যাবেনা কারণ CRC(Cyclic Redundancy Check) এরর এর জন্যে মুল ফাইল আর প্যাচড্ ফাইল এর গঠন একি রকম হবেনা।অর্থাৎ IDMan.exe.bak যদি না থাকে আপনি আর কোন কিছু না করে আনইন্সটল করে সরাসরি IDM এর নতুন ভার্সন ইন্সটল করুন। আর যদি IDMan.exe.bak থাকে তাহলে ঐ ফোল্ডার থেকেই IDMan.exe ফাইলটিকে ডিলেট করুন এবং IDMan.exe.bak ফাইলটিকে রিনেম করে IDMan.exe করুন।এইবার এইখান থেকে প্যাচ ফাইলটি ডাউনলোড করে উপরের টিউনের ৯ নং ধাপটি ভালোভাবে পড়ে প্যাচ করুন।এতে কাজ হয়ে যাওয়ার কথা,তবে যদি প্যাচ ফাইলটিকে ভাইরাস বলে অথবা কোন কারনে যদিও আপনার IDM কাজ না করে তাহলে আলফা ভাইয়ের এই টিউনটি দেখুন।এটিতে কাজ করার কথা।আশা করি আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন।আমদের সাথে থাকার জন্যে ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget