বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০১১

ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন

ফায়ারফক্স ওয়েব ব্রাউজারে অ্যাড-অন ব্যাবহার করা যায়। অ্যাড-অন খুব ছোট এক একটি প্রোগ্রাম যা ফায়ারফক্সে সাথে অতিরিক্ত হিসাবে ব্যাবহার কারা যায়। বিভিন্ন ধরনের অ্যাড-অন ব্যাবহার করার ফলে ব্রাউজিংসহ বিভিন্ন ধরনের কাজ আরও সহজ ভাবে করা যায়। এমন কিছু অ্যাড-অন আছে যেগুলা বিভিন্ন সফটওয়্যারের বিকল্প হিসাবে ব্যাবহার করা যায়, যেমন ডাউনলোড ম্যানেজার, FTP ক্লায়েন্ট, RSS রিডার, অডিও ভিডিও কনভার্টর এর মত আরও বেশ কিছু কাজের জন্য অ্যাড-অন ব্যাবহার করা যায় ফলে আপনার নতুন করে অনের সফটওয়্যার ইনস্টল করতে হবে না ।
বেশ কিছু দরকারী অ্যাড-অনের তালিকা এখানে দেওয়া হচ্ছে।


1. Add block plus
সব ধরনের পপআপ অ্যাড, ব্যানার ইত্যাদি ব্লক করে।

2. Bangla Firefox
এটি ডাউনলোড করে ইনস্টল করলে ফায়ারফক্স বাংলায় ব্যাবহার করা যাবে।

3. Download helper
ইউটিউবের মত বিভিন্ন ওয়েব সাইট থেকে ভিডিও ডাউনলোড করা যায় খুব সহজেই।

4. Flash Got
ফায়ারফক্সের জনপ্রিয় একটি ডাউনলোড ম্যানেজার।

5. Down Them All
ফায়ারফক্সের নিজেস্ব ডাউনলোড ম্যানেজার।

6. PDF download
পিডিএফ ফাইলগুলা ওপেন করার আগে ডাউনলোড করার অপশন দেখাবে।

7. Firefox Universal Uploader
বিভিন্ন ফয়ম্যাটের ফাইল আপলোড ও ডাউনলোডে সাহায্য করে।

8. Google perview
গুগল ও ইয়াহু সার্চ ফলাফল গুলা থামনেইল আকারে দেখা যাবে।

9. Cool preview
ওয়েবপেজ ওপেন না করেও প্রিভিউ দেখা যাবে।

10. Better Gmail
জিমেইল ব্যাবহার করার সময় বিশেষ কিছু অপশন পাওয়া যাবে।

11. Undo closed tab
কোন ট্যাব বন্ধ করে দেওয়ার পর তা আবার ওপেন করার অপশন। কম্পিউটারের Back অপশনটার মত এটি কাজ করে।

12. IE Tab (উইন্ডোজের জন্য)
ইন্টারনেট এক্সপ্লোরারকে ফায়ারফক্সের একটি ট্যাব-এ ওপেন করা।

13. Tab Mix Plus
ট্যাব অপশনে একাধিক নতুন অপশন যুক্ত হয়।

14. Split Browser
একটা উইন্ডোতেই ট্যাবগুলা আলাদা আলাদা ছোট ছোট উইন্ডো হিসাবে ওপেন করে রাখা যায়।

15. Fast Dial
অপেরার মত স্পীড ডায়াল ওপেন হবে নতুন ট্যাব-এ। প্রয়োজন মত অপশন বাড়ানো বা কমানো যায়।

16. Speed Dial
স্পীড ডায়াল অপশন যোগ হবে।

17. ForecastFox
আবহাওয়া বার্তা জানা যাবে।

18. FireFTP
এফটিপি ক্লায়েন্ট।

19. Personas for Firefox
ফায়ারফক্সে নিজে থিম তৈরী করে ব্যাবহার করতে পারবেন বিশেষ কোন প্রোগ্রামিং দক্ষতা ছাড়াই।

20. Wizz RSS News Reader
RSS/Atom রিডার।

21. News Fox
RSS/Atom রিডার।

22. Quick Translation
একটি ট্রান্সলেটর।

23. Media Converter
ওয়েব থেকে ডাউনলোড করা বিভিন্ন ফরম্যাটের আডিও ও ভিডিও ফাইল কনভার্ট করা যায়।

24. Fission
অ্যাড্রেস বার ও প্রোগ্রেস বারের সমন্বয় (সাফারির মত)।

25. Download Status Bar
স্ট্যাটাস বারে ডাউনলোড প্রোগ্রেস দেখা যাবে।

26. Yoono
MSN, Yahoo, Gtalk, AIM, Facebook, MySpace, iMeem, Flickr, Twitter, Friendfeed… সহ আরও অনেক ম্যাসেঞ্জার ব্যাবহার করা যায় একই সাথে।

27. All-in-One Sidebar
সাইড বারে একই সাথে সব রকম অপশন পাওয়া যাবে(অপেরা-এর মত)।

28. Foxmark
বুকমার্ক সিনকোনাইজার।

29. GBookmark(Google Bookmark for Firefox) View this link
এটি ব্যাবহার করে বুকমার্ক করলে তা গুগল নোটবুকে সেভ হয়। যার ফলে এটি যেকোন জায়গা থেকে ব্যাবহার করা যায়।

30. Google Toolbar
অন্যান্য অনেক টুলবার থেকেই ভালো এই টুলবারটিতে পাওয়া যাবে নতুন কিছু অপশন যা ব্রাউজার ব্যাবহারে অনেক বেশী সাহায্য করবে। গুগলে একটি অ্যাকাউন্ট থাকলে একই সেটিং সবজায়গায় ব্যাবহার করা যাবে।

31. Torrent Finder Toolbar
এই টুলবারটি ব্যাবহার করে টরেন্ট ফাইল খুজলে এটি একই সাথে ১৮০টির ও বেশী টরেন্ট সাইট খুজে ফলাফল দেখায়।


Firefox Plugins
ফায়ারফক্সের সকল প্লাগইনস পাওয়া যাবে এখানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget