রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১১

কম্পিউটারের ছোট দুটি টিপস

টিপস ১:
আপনি কম্পিউটারে বসে কাজ করছেন । হঠাৎ দেখা গেল মাউস কাজ করছে না কিন্তু এখনই আপনাকে কাজটি শেষ করতে হবে । তাহলে উপায় কি ? উপায় হল উইন্ডোজের সেটিংস পরিবর্তন করে আমারা কার্সর এর মুভমেন্ট করে কাজ করতে পারি । এজন্য কিবোর্ড থেকে এক সঙ্গে left alt + left shift এবং num lock কি চাপুন । মনিটরে একটি পপ আপ উইন্ডো আসবে । ok করুন । তারপর num button সক্রিয় করুন । এখন ডান পাশের ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ বাটনগুলো দিয়ে মাউসের কার্সর মুভ করানো যাবে । আর ৫ বাটন দিয়ে মাউসের লেফট ক্লিক এবং + বাটন দিয়ে মাউসের ডাবল ক্লিকের কাজ করা যাবে । আর ডানপাশের Ctrl বাটনের বামের বাটনটি মাউসের রাইট ক্লিক বাটন হিসেবে কাজ করবে । কাজ শেষে num lock অফ করলে মাউস কি সুবিধাটি ডিজ্যাবল হয়ে যাবে ।

টিপস ২:
ধরুন আপনি কোন ডকুমেন্ট লিখছেন আর মাত্র দুই লাইন বাকি এসময় আপনার কীবোর্ড কাজ করছেনা । কিন্তু লেখাটা তখনই শেষ করতে হবে । তবে উপায় ? উপায় হল উইন্ডোজের অন স্ক্রীন কীবোর্ড । অন স্ক্রীন কীবোর্ড চালু করার জন্য উইন্ডোজের start মেনুতে গিয়ে all program > Accessories > Accessibility > on screen keyboard এ ক্লীক করুন । এবার মনিটরে একটি ভার্চুয়াল কী বোর্ড হাজির হবে । যা লিখতে চান মাউসের সাহায্যে ওই কীবোর্ডের বাটনগুলোতে ক্লিক করে লেখার কাজ করতে পারবেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget