শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১১

অরিজিনাল উইনডোজ এর রিকোভারি ডিস্ক তৈরী করা

বেশীর ভাগ ক্ষেত্রেই আমরা যখন বাজার থেকে কোন নোটবুক, নেটবুক, ল্যাপটপ অথবা ব্রান্ডের ডেস্কটপ কিনি তখন সাথে বিল্ডইন অবস্থায় অরিজিনাল উইনডোজ দেয়া থাকে কোন ওএস এর ডিস্ক সাথে থাকেনা; যদি দেয়াও থাকে পরবর্তীতে তা কোন কাজে আসেনা।কারন অরিজিনাল উইনডোজ এর একটি সিরিয়াল কি ব্যবহার করে একবারই রেজিষ্ট্রেশন করাযায়।তো আমরা অনেকেই কোন কারনে অরিজিনাল উইনডোজটি ফরমেট করতে হলে আর তা ব্যবহার করতে পারিনা। তাই আজকে আমরা জানব কিভাবে অরিজিনাল উইনডোজ এর রিকোভারি ডিস্ক তৈরী করতে হয়।
শুরু করা যাক…………………
আপনার উইনডোজটি ওপেন করুন; স্টার্ট বাটন Start অরিজিনাল উইনডোজ এর রিকোভারি ডিস্ক তৈরী করা | Techtunesক্লিক করুন; অল পোগ্রামস-এ allpograms অরিজিনাল উইনডোজ এর রিকোভারি ডিস্ক তৈরী করা | Techtunesক্লিক করুন,acc অরিজিনাল উইনডোজ এর রিকোভারি ডিস্ক তৈরী করা | Techtunes
তার পর একসেসরিজ থেকে সিসটেম টুলস এবং কন্ট্রোল প্যানেলে ক্লিক করুন।cp অরিজিনাল উইনডোজ এর রিকোভারি ডিস্ক তৈরী করা | Techtunes
কন্ট্রোল প্যানেল ডায়ালগ বক্স থেকে ব্যাকাপ এন্ড রিষ্টোর এ ক্লিক করুন।bacr অরিজিনাল উইনডোজ এর রিকোভারি ডিস্ক তৈরী করা | Techtunes
ব্যাকাপ এন্ড রিষ্টোর ডায়ালগ বক্স থেকে বাম পাশের প্যানেলে ক্রিয়েট এ সিসটেম রিপেয়ার ডিস্ক এ ক্লিক করুন।crd অরিজিনাল উইনডোজ এর রিকোভারি ডিস্ক তৈরী করা | Techtunes
আপনার সিডি/ডিভিডি রাইটার এ ডিস্ক দিন এবং ক্রিয়%E

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget