বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১১

FireFox এর কিছু প্রয়োজনীয় Add-Ons

  • Fox Tab- এটি আপনার FireFox ব্রাউজার এ খুব সুন্দর 3D Speed Dial তৈরী করে দেবে।

  • Web of Trust- এটি দ্বারা আপনি ইন্টারনেট ব্রাউজ করলে কোন সাইটে যদি ভাইরাস থাকে তাহলে বলে দেবে।

  • Yoono- এটি দ্বারা আপনি সমস্ত social network গুলোতে একসাথে কাজ করতে পারবেন।

  • Read It Later- এটি একটি FireFox এর অত্যান্ত পাওয়ারফুল এড-অনস। এটি দ্বারা আপনি কোন page কে এক ক্লিক এ save করতে পারবেন এবং পরে সেগুলো internet connection ছাড়াই পড়তে পারবেন।

  • Web Mail Notifier- এটিও একটি FireFox এর অত্যান্ত পাওয়ারফুল এড-অনস।এটি দ্বারা আপনি আপনার Yahoo!, Gmail, Hotmail, Alo etc. mail আসলে টের পাইয়ে দিবে।

  • WordPress Toolbar- WordPress প্রেমীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ Plugins. WordPress এর সাইটে না ঢুকেই আপনি WordPress এর Admin panel control করতে পারবেন।

  • Facebook- Facebook এর Friend Request, Notifications, & Messages Alerts + Facebook like Button সব FireFox এর toolbar এ পাবেন।

  • YouTube to MP3- এটা ব্যবহার করে youtube, MyVideo, Clipfish, Sevenload, Dailymotion, MySpace video কে সরাসরি MP3 তে অনলাইন এ convert করতে পারবেন।

  • Facebook Photo Zoom- এটা Facebook এর যেকোন ছবিকে xtra zoom করতে পারে।

  • IDM CC- এটা ব্যবহার করে IDM এর মাধ্যমে download করতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget