বুধবার, ১৯ জানুয়ারী, ২০১১

Your Uninstaller-আনইনস্টল করার একটি দারুন সফটওয়্যার

আমরা পিসিতে অনেক সফটওয়্যার ইনস্টল করি। আবার আনইনস্টলও করি। ডিফল্টভাবে সাধারণত আমার কন্ট্রোল প্যানেলে গিয়ে “Add or Remove Programmes” এ গিয়ে আনইনস্টল করে থাকি। আবার কেউ কেউ Revo Uninstaller ও ব্যবহার করে থাকি। আমি এগুলোর মধ্যে প্রথমটি ব্যবহার করি না, কারণ এতে প্রোগ্রামগুলো সম্পূর্ণ রিমুভ হয় না। রেজিস্ট্রি থেকেই যায় আবার প্রোগ্রাম ফাইলস নামক ফোল্ডারে কিছু ফাইল থেকে যায় যেগুলো ম্যানুয়ালি ডিলিট করতে হয়। Xp তে ম্যানুয়ালি ডিলিট হতে চায় না। এ জন্য Your Uninstaller ব্যবহার করা ভালো।
এছাড়া এর আরো অনেক সুবিধা আছে।
821bf8ae0810a0e79140849a3dfa56cb20d 1yumain 540x437 Your Uninstaller আনইনস্টল করার একটি দারুন সফটওয়্যার | Techtunes
এই সফটওয়্যার টিতে Autofix, Refresh, Quick Uninstall,Advanced Uninstall,Search প্রভৃতি অপশন আছে। অটোফিক্স অপশন অটোমেটিকালী ফিক্সড করে থাকে। কোন প্রোগ্রাম ঠিকমতো ইনস্টল করা না হলে তা ফিক্সড করে থাকে। অধিকাংশ প্রোগ্রাম Quick Uninstall দিয়ে আনইনস্টল হয়। কিছু গুলোর ক্ষেত্রে Advanced Uninstall প্রযোজ্য।
Search Option দিয়ে খোজা যাবে কোন কোন প্রোগ্রাম চলছে।
এছাড়া ডিস্ক ক্লিনার অপশন আছে, যা অনেক জাঙ্ক ফাইল ডিলিট করে দেয়।যা ccleaner দিয়ে ডিলিট হয় না।এটা বেশ ভালো একটা সুবিধা।
3 Your Uninstaller আনইনস্টল করার একটি দারুন সফটওয়্যার | Techtunes
স্টার্টআপ প্রোগ্রাম যোগ বা রিমুভ করার অপশন আছে এটাতে:
4 Your Uninstaller আনইনস্টল করার একটি দারুন সফটওয়্যার | Techtunes
Trace Eraser অপশন
এ অপশন দিয়ে ইন্টানেট ব্রাউজারের হিস্টোরী,কুকিজ প্রভৃতি ডিলিট করার সুবিধা আছে।তবে এটা তেমন ভালো না।
5 Your Uninstaller আনইনস্টল করার একটি দারুন সফটওয়্যার | Techtunes
File Shredder:
এ অপশনটিও যোগ করা আছে।
6 Your Uninstaller আনইনস্টল করার একটি দারুন সফটওয়্যার | Techtunes
এছাড়া Windows tools (System Information, Diffragment , Security Centre প্রভৃতি), Start Menu ফিক্সড করার অপশন আছে।
টিউনটি হয়তো অনেকেই জানেন ।আমি শেয়ার করার জন্যই লিখলাম।
এটি ডাউনলোড করতে পারেন এখান থেকে:
যারা নিজের সাইটের অ্যাড পছন্দ করেন না তাদের জন্য
মিডিয়াফায়ার লিংক:
সিরিয়াল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget