মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০১১

আপনার কম্পিউটারকে অতিরিক্ত সফটওয়্যারের হাত থেকে রেহাই দিন!! নিজে নিজে তৈরী করুন যেকোন সফটওয়্যারের পোর্টেবল ভার্সন!!


আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময় অনেক প্রকার সফটওয়্যার ইন্সটল করে ব্যবহার করে থাকি। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, এত সফটওয়্যার ইন্সটল করার পর আপনার পিসির কি অবস্থা হয়?? সবাই হয়ত জানেন, তারপরও বলি, পিসি স্লো হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হল বেশী বেশী সফটওয়্যার ইন্সটল করা। কারণ প্রথমত সফটওয়্যার ইস্নটল করলে সি-ড্রাইভের উপড় অনেক চাপ পরে। তাছাড়া রেজিস্ট্রিতে অনেক ফাইল জমা হয় এবং অন-ইন্সটল করার সময় রিস্টোর পয়েন্ট তৈরী করা হয়। যার ফলে আপনার সাধের পিসি ধীরে ধীরে স্লো হয়ে পরে।

যাই হোক, কাজের জন্য তো সফটওয়্যার ব্যবহার করতেই হবে। আবার পিসিও স্লো করা চলবে না। তাহলে উপায়??
আমার মতে একমাত্র উপায় হল পোর্টেবল সফটওয়্যার ব্যবহার করা। যা আপনার পিসিতে ইন্সটল করতে হবে না। শুধু একটি সিঙ্গেল .exe ফাইল থকবে, যাতে ডাবল ক্লিক করলেই আপনার কাঙ্খিত সফটওয়্যার চালু হয়ে যাবে!!! কি মজা তাইনা?? আমরা অনেকেই বিভিন্ন দরকারী সফটওয়্যার এর পোর্টেবল ভার্সন নেট থেকে নামিয়ে ব্যবহার করি। কিন্তু সব সফটওয়্যার এর পোর্টেবল ভার্সন তো আর পাওয়া যায় না! তাই বলে কী হাত পা গুটিয়ে বসে থাকব?? মোটেই না!!
এখন থেকে নিজে নিজেই আপনার দরকারী সফটওয়্যার এর পোর্টেবল ভার্সন বানিয়ে নিন!!  হ্যা, এটি নিয়েই আমার আজকের টিউন!!!
তাহলে আসুন শুরু করিঃ-
পোর্টেবল সফটওয়্যার তৈরী করতে আপনাদের দুটি জনপ্রিয় সফটওয়্যার দরকার হবে। তার একটি হল- Universal Extractor এবং আরেকটি হল- Winrar . আশা করি এ দুটি সফটওয়্যার সবাই ব্যবহার করেন, তবুও যদি কারও কাছে না থাকে, তাহলে-
এখান থেকে Universal Extractor এবং এখান থেকে Winrar ডাউনলোড করে ইন্সটল করে নিন।

* আশা করি সবাই সফটওয়্যার দুটি ইন্সটল করে নিয়েছেন, এবার যে সফটওয়্যারটি পোর্টেবল বানাতে চান, সেটি কোন একটি ফোল্ডারে কপি করে নিচের ছবির মত রাইট ক্লিক করে UniExtract to subdir এ ক্লিক করুন।
* তাহলে নিচের ছবির মত করে সফটওয়্যার টি Extract হবে এবং তার পাশেই একটি ফোল্ডার তৈরী হবে। আমি এই কাজটি করতে XiliSoft 3GP Converter এর পুরাতন একটি ভার্সন 2.1.59 ব্যবহার করেছি। তাই x-3gp-video-converter নামে একটি ফোল্ডার তৈরী হয়েছে। তবে অন্য সফটওয়্যার ব্যবহার করলে অন্য নামে ফোল্ডার তৈরী হবে।
* এবার নতুন তৈরী হওয়া ফোল্ডারে প্রবেশ করুন এবং লক্ষ্য করে দেখুন, সফটওয়্যার এর আইকন সহ কোন .exe ফাইল আছে কিনা, সেটিতে ক্লিক করে দেখুন সফটওয়্যারটি চালু হয় কিনা। যদি চালু হয়, তাহলে সিরিয়াল দিয়ে রেজিস্ট্রেশন করার দরকার হলে করে নিন। ((সাধারণত আমাদের প্রবেশক্রিত ফোল্ডারের বাইরের দিকেই .exe ফাইলটি থাকে। তবে অন্য ফোল্ডারের ভিতরেও .exe ফাইলটি থাকতে পারে। তাই কোথায় আছে, সেটি ভাল করে খুজে দেখুন))
* এবার যে ফোল্ডারের ভিতর .exe ফাইলটি পেয়েছেন, সেখানকার সবগুলো ফাইল মার্ক করে রাইট ক্লিক করুন এবং নিচের ছবির মত Add to Archive এ ক্লিক করুন। এক্ষেত্রে বলে রাখা ভাল যে- আমার .exe ফাইলটি x-3gp-video-converter ফোল্ডারের ভিতর ঢুকেই পেয়ে গেছি। কিন্তু সবক্ষেত্রে তা নাও হতে পারে। হয়ত তৈরী হওয়া ফোল্ডারের ভিতর অন্য কোন ফোল্ডারে আপনি আপনার .exe ফাইলটি পাবেন। সেক্ষেত্রে শুধুমাত্র যে ফোল্ডারের ভিতর .exe ফাইলটি পাবেন, শুধুমাত্র সেই ফোল্ডারের ফাইলগুলো মার্ক করে Add to Archive এ ক্লিক করবেন। অন্য ফোল্ডারের ফাইলগুলো সেক্ষেত্রে দরকার হবে না। তবে আমার মত বাইরেই .exe ফাইলটি পেয়ে গেলে সমস্ত ফাইল মার্ক করে Add to Arcive এ ক্লিক করতে হবে।
* Add to Archive এ ক্লিক করার পর নিচের ছবির মত একটি উইন্ডো পাবেন। সেখানে প্রথমে Create SFX Archive এ টিক দিন এবং পরে নিচের ছবির মত Compression Method Maximum সিলেক্ট করুন।
* Advanced Tab এ যান, সেখান থেকে SFX Options এ ক্লিক করুন।
* তাহলে নিচের মত উইন্ডো পাবেন। সেখানে General Tab এর Setup Program এ আমাদের প্রাপ্ত .exe ফাইলটির পুরো নাম কপি করে Paste করে দিন।
* এবার নিচের ছবির মত Modes Tab এ যান, সেখান থেকে নিচের মত একে একে Unpack to Temporary Folder,, Hide All এবং Overwrite all Files এ ক্লিক/টিক দিয়ে দিন। তারপর OK করুন।
* পরের উইন্ডোতেও OK করুন।
* তাহলেই দেখবেন, নিচের ছবির মত Archive তৈরী হচ্ছে। কাজ শেয হলে একই ফোল্ডারে দেখুন একটি .exe ফাইল তৈরী হয়েছে। এটিই আমাদের কাঙ্খিত পোর্টেবল সফটওয়্যার। এটি কাট করে যেখানে ইচ্ছা সেভ করুন এবং ডাবল ক্লিক করুন। তাহলে দেখবেন ইন্সটল করা ছাড়াই খুব সুন্দরভাবে আমাদের পোর্টেবল সফটওয়্যারটি রান হচ্ছে। ও হ্যা, ভাল কথা, এখন ইচ্ছা করলে আমাদের Extract করা ফাইলগুলো ডিলেট করে দিতে পারেন।

বিঃদ্রঃ- কোন কোন সফটওয়্যার খুব ভালভাবে এনক্রিপ্ট করা থাকে, যেগুলো Universal Extractor দিয়ে Extract করা নাও যেতে পারে। যেমনঃ- Firefox এর লেটেস্ট ভার্সন। তবে ৮০% সফটওয়্যারই Extract করা যায়। আর ছবিগুলো বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget