বুধবার, ১৯ জানুয়ারী, ২০১১

নিজেই বানান নিজের পিসির icon

Windows XP এর পুরান icon দেখতে দেখতে bore হয়ে গেলেন?
Theme চালালে PC slow হয় দেখে theme চালাতে চান না?
নিজের custom ICON দেখতে চান সব folder/shortcut এ?
তাহলে এই তরিকা আপনার জন্য…
ক. যা যা লাগবে –
১. একটি ছোট সফ্‌টওয়্যার icoFX এটা ফাঊ তাই crack এর বেইল নাই।
২. একটি ইমেজ ফাইল যাকে icon বানাতে চান। ( বর্গাকার (৫০০px*৫০০px ) হলে সবচেয়ে ভাল )।
খ. করনীয়–
১. ধরে নিলাম আপনি একটা ছবি ( বর্গাকার (৫০০px*৫০০px ) হলে সবচেয়ে ভাল ) মেনেজ করে ফেলছেন।
২. এবার icoFX ওপেন করুন।
৩. file>import image (ctrl+M) দিন।
৪. open image window থেকে আপনার ইমেজ ফাইলটি ওপেন করুন।
৫. এতে আপনার সামনে new image বক্স আসবে।
৬. new image box থেকে Color এ true color+alpha chanel(32 bit) এবং Size এ 256*256 radio button টি select করুন এবং OK দিন। (এতে maximum quality icon পাবেন)
৭. এতে Advance import box আসবে। এ বক্সে resize/crop tool দেয়ে থাকেবে যা দিয়ে আপনার প্রয়জন মত ছবির অংশ কেটে নিন। OK দেন।
——————————————————————————————————
——————————————————————————————————
৮.  এরুপ একটি window হাজির হবে।
——————————————————————————————————
৯. এবার windows/mac OS এর জন্য icon বানতে চাইলে tool বার থেকে windows/mac icon এ click করুন।
——————————————————————————————————
১০.  বিভিন্ন size সহ একটি window হাজির হবে তাতে ok দিন।
১১. এবার file>save দিয়ে আপনার icon টির একটি নাম দিয়ে save করুন।
১২. আপনার icon তৈরি হইয়ে গেল।
——————————————————————————————————
গ. অতিরিক্ত
1. যেকোন  folder এর icon change করার পদ্ধতি
ঊক্ত folder এর উপর right button>Properties>Customize>Change Icon>আপনার icon এর লোকেশন থেকে icon টি Select করুন>apply>OK
2. my computer/recycle bin/my document এর icon change  করার পদ্ধতি
desktop এ right button click করে properties>desktop>Customize desktop>Change Icon>আপনার icon এর লোকেশন থেকে icon টি Select করুন>apply>OK
3. shortcut file এর icon change করার পদ্ধতি
shortcut file এর উপর right button>properties>change icon>আপনার icon এর লোকেশন থেকে icon টি Select করুন>apply>OK
ঘ. super অতিরিক্ত
আরো চাই আরো চাই জ্ঞানীদের জন্য, যারা বিভিন্ন আকৃতির icon বানাতে চান।
১. photoshop দিয়ে image file টি edit করে বিভিন্ন আকৃতি দিন>আকৃতি বাদে বাকি অংশ transparent রখুন।
২. save করুন png/gif>interlaced হিসেবে।
৩. ক. এর process অনুসরন করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget