বুধবার, ১৯ জানুয়ারী, ২০১১

আপনার সাব ডোমেইন এর বড় নাম ছোট করে নিন

আমাদের অনেকেরই ব্লগস্পট, কোসিসি, ওয়ার্ডপ্রেস  ইত্যাদি সাবডোমেইন সম্বলিত সাইট আছে। এসব সাইট এর ঠিকানা আকারে বড় হওয়ায়  টাইপ করা অনেক সময় ই বিরক্তিকর লাগে। যেমনঃ yourblog.blogspot.com। এখন যদি ব্লগস্পটের এই ঠিকানাকে ছোট করে yourblog.xx করা যায় তাহলে দেখতেও অনেক ছোট লাগবে আবার বড় নামের ঝামেলা থেকেও পরিত্রাণ পাওয়া যাবে।
আসুন দেখি কিভাবে বড় ডোমেইন নেমকে ছোট করা যায়......
প্রথমে এই লিংক এ যান। এবার Enter your URL here… বক্সে আপনার ডোমেইন নেইম টাইপ করে next এ ক্লিক করুন।
এরপর প্রথম বক্সে আপনার পছন্দমত ডোমেইন নেম দিন, এবার সিকিউরিটি কোড টাইপ করে confirm এ ক্লিক করুন। ব্যস কাজ শেষ। এখন ছোট ডোমেইন নেমটি দিয়ে ব্রাউস করুন।

1 টি মন্তব্য:

  1. www.tk নিয়ে লিখার কি আছে এটা সবাই জানে আমি আগে ইউজ করতাম এখন করিনাwww.tk নিয়ে লিখার কি আছে এটা সবাই জানে আমি আগে ইউজ করতাম এখন করিনা

    উত্তরমুছুন

Twitter Bird Gadget