শুক্রবার, ৪ মার্চ, ২০১১

Winrar এর একটি সিম্পল টিপস

আমরা অনেকেই নেট থেকে মুভি ডালো করি। দেখা যায় মুভিটি ২,৩,৪,৫,৬......... রার ফরমেটে ভাগ করা থাকে।
যেটা Extract করতে হয় Winrar  ছফটওয়ার দিয়ে। এখন যদি কোন মুভি ৫ ভাগ করা থাকে তাহলে দেখা যায় ৫ টি ফাইল একত্রে না হলে Extract করা সম্ভব না, বা ৫ টির থেকে ১ অথবা ২ নং ডালো কমপ্লিট ফাইলও খুলতে পারিনা বা দেখতে পারিনা। আবার কখনো মুভিটির প্রীন্ট নিয়েও সন্দিহান থাকতে হয়, দেখা যায় ৫ ভাগ খুব কষ্ট করে নামিয়েও প্রীন্ট ভালো  না থাকার দরূন মন তৃপ্ত নয়। তাই আমি একটি নিয়ম পেয়েছি যার দারা ১ টি  ফাইল ডালো করে আপনি মুভিটির কিছু অংশ দেখতে পারবেন বা প্রীন্ট চেক করতে পারবেন এর জন্য কোন ছফটওয়ারের প্রয়োজন নেই Winrar ই যথেষ্ট ।
আসুন দেখা যাক কিভাবে !
১। মুভির যে কোন রার ফরমেটের ১ টি ফাইল এ ডাবল ক্লিক করুন, নিচের মত করে ছবি আসবে
http://i.imgur.com/ekiYt.jpg
২। Extract to তে ক্লিক করুন, নিচের মত করে ছবি আসবে
http://i.imgur.com/v3YGj.jpg
৩। এরপর Keep broken files এর টিক চিন্ন তে ক্লিক করে OK দিন ।
http://i.imgur.com/T6YIG.jpg
৪। Winrar হয়ে গেলে আপনার ভিডিও প্লেয়ার দিয়ে ওপেন করুন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget