ই সুবিধাটি সক্রিয় করতে চাইলে নিম্নের পদ্ধতি অনুযায়ী চালিয়ে যান। ১। প্রথমে Start থেকে Run এ ক্লিক করুন । ২। Regedit লিখুন এবং ok করুন। ৩। এখন HKEY_LOACAL_MECHINE\SYSTEM\CurrentControlSet\Control থেকে ContentIndex তে ক্লিক করুন। ৪। Startup Delay টি খুজে বের করুন এবং Double ক্লিক করুন। ৫। এখন Decimal এ ক্লিক করুন। ৬। ভেলু 4800000 এর পরিবর্তে 40000 বসিয়ে দিন। ৭। এখন Registery Editor বন্ধ করে পিসি Restart নিতে চাইলে, নিতে দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন