বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১১

উবুন্টুতে সফটওয়্যার ইনস্টলেশন নবীনদের জন্য

নতুন উবুন্টু ব্যবহারকারীদের জন্য এই টপিক।
যারা জানালা(উইন্ডোজ) চালিয়ে অভ্স্থ্য, তারা ইন্টারনেটে বিভিন্ন সাইট ঘুরে ঘুরে সফটওয়্যার ডাউনলোড করি, আবার সেটি কে প্রিমিয়াম বা আলটিমেট করার জন্য বিভিন্ন সাইট থেকে ক্রাক ফাইল মানাই। যা আপনাদের পিসি কে ভাইরাস এ ভরপুর করে তোলে। লিনাক্স তথা উবুন্টুতে আপনাকে এত কষ্ট করতে হবে না। আপনি অতি সহজেই ইন্টারনেট এ না ঘুরেই সফটওয়্যার সেটাপ দিতে পারবেন। হুম অবাক হবেন না। এটা লিনাক্সের মূল শক্তি।
লিনাক্স এর জন্য সফটওয়্যার রেপোজিটারী নামক একটি বিষয় আছে, যা আপনাকে ইন্টারনেট না ঘেটেই সফটওয়্যার ইনস্টল করার সুযোগ দেয়। আমাদের যা করতে হয় প্রথমে এই রেপোজিটারী কে যোগ করতে হয়। রেপোজিটারী যোগ করার জন্য এখানে দেখুন।
পদ্ধতিসমূহ
  • উবুন্টু লিনাক্সে বেশ কয়েকভাবে সফটওয়্যার ইনস্টলের সুবিধা রয়েছে। যেমন
  • সফটওয়্যার সেন্টার ব্যবহার করে
  • সিন্যাপ্টিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে
  • ডেব প্যাকেজ ব্যবহার করে
  • কমান্ড লাইন ব্যবহার করে
  • সোর্সকোড কম্পাইল করে
সফটওয়্যার সেন্টার
  • Application=> Ubuntu Software Centre
  • সার্চ ফিল্ডে সফটওয়্যারটির নাম লিখে সার্চ করুন
  • সফটওয়্যারটি পাওয়া গেলে তা ইনস্টলেশনের জন্য নির্বাচন করে Install বাটনে ক্লিক করুন।
সিন্যাপ্টিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে
  • System=> Administrator=> Synaptic Package Manager খুলুন
  • Quick Search বক্সে সফটওয়্যারের নাম লিখে সার্চ করুন।
  • সফটওয়্যারটি পাওয়া গেলে সামনের বক্সে টিক করুন অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে Mark for Instalation নির্বাচন করুন।
  • সফটওয়্যারটি অন্য কোন প্যাকেজের উপর নির্ভরশীল থাকলে তা একটি তালিকাসহ উইন্ডো আসবে। সেখানে Mark নির্বাচন করুন।
  • এরপর সফটওয়্যারটি ইনস্টলেশনের জন্য Apply বাটনে ক্লিক করুন।
ডেব ফাইল ব্যবহার করে
  • সফটওয়্যার ডেভলপারদের ওয়েব সাইট থেকে .deb ফাইল ডাউনলোড করুন।(উল্লেখ্য সফটওয়্যারটির অন্য কোন সফটওয়্যারের উপর নির্ভরশীল হলে তা প্রথমে ডাউনলোড করে ইনস্টল করে নিন)
  • ডাউনলোড শেষ হলে .deb ফাইলটি ডাবল ক্লিক করুন।
  • ডিপেন্ডেন্সী হলে প্রথমে কিনা তা লক্ষ্য লক্ষ্য করুন। না হলে প্রথমে ডিপেন্ডেন্সি ইনস্টল করুন।
  • Install বাটনে ক্লিক করুন।
কমান্ড লাইন
  • Application=> Accessories=> Terminal
  • এবার আপনার রুটের পারওয়ার্ড লিখে এন্টার চাপুন, মজার কথা হল আপনি পাসওয়ার্ড লিখলেও কোন কিছু দেখাবে না।
  • যদি প্যাকেজটি অন্য কোন প্যাকেজের উপর নির্ভরশীল হয় তাহলে তাও ইনস্টল হবে।
  • কনফার্মেশন চাইলে Y লিখে এন্টার চাপুন।
sudo apt-get install (packagename)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget