আজকের part টি একটি বড় project এর একটি অংশ। আর এই part টি যেকোন project এ অ্যাড করলে ভাল দেখাবে।
***প্রথমে Microsoft powerpoint open করুন।তারপর, মেনু থেকে insert এ গিয়ে picture এ গিয়ে wordart এ ক্লিক করুন।
***তারপর, wordart gallery থেকে যেকোন একটিতে ক্লিক করে ok চাপুন।
***তারপর, text এ techtunes লিখে ok চাপুন।
***তারপর, এই লেখাটাকে drag(টেনে) করে উপরে ডানে নিয়ে রাখুন।
***তারপর, techtunes লেখাটিকে একবার ক্লিক করে মেনু থেকে slide show তে গিয়ে custom animation এ ক্লিক করুন।
***তারপর। add effect এ গিয়ে entrance এ গিয়ে swivel এ ক্লিক করুন।
***তারপর, techtunes এর পাশের নিচের দিকে arrow তে ক্লিক করে effect options এ ক্লিক করুন।
***তারপর, সেখান থেকে যেকোন sound add করে ok ক্লিক করুন।
***তারপর, autoshapes এ গিয়ে stars and banners এ গিয়ে 16 point star এ ক্লিক করুন। তারপর, উপরে বামে মাউস এর রাইট করলে icon টি চলে আসবে।
***তারপর, star টি সিলেক্ট থাকা অবস্থায় fill colour এ গিয়ে more fill colors এ ক্লিক করুন।
***তারপর, standard এ গিয়ে যেকোনো হাল্কা colour সিলেক্ট করে ok চাপুন।
***তারপর, add effect এ গিয়ে entrance এ গিয়ে more effect এ ক্লিক করুন। তারপর, basic এ গিয়ে flash once এ ক্লিক করুন।
***তারপর, start এ after previous এবং speed এ very fast সিলেক্ট করি।ইচ্ছে হলে sound effect যোগ করতে পারেন।
***তারপর,star টি সিলেক্ট থাকা অবস্তায় (ctrl+c) , তারপর, (ctrl+v) চাপুন।দেখবেন, আরেকটি star create হবে। এভাবে, ১৫-২০ টি star বানাতে হবে।
***তারপর, oval এ ক্লিক করি। তারপর, star বরাবর mouse এর left click করলে একটি oval আসবে।
***তারপর, fill colour এ গিয়ে চিত্রে দেখানো উপায়ে colour সিলেক্ট করুন।
***তারপর, effect দিতে চাইলে চিত্রে দেখানো উপায়ে effect যোগ করুন।
***তারপর, oval টি drag (টেনে) করে প্রথম star এর এখানে রেখে দিতে হবে।
***তারপর, file এ গিয়ে save এ ক্লিক করে যেকোন নামে সেভ করুন।
***Slide show তে ক্লিক করলে দেখা যাবে star টি move করছে।এবং, শেষে একটি লাল গ্রহ star টিকে খেয়ে ফেলেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন