বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১১

File Zilla 3.0 ব্যবহার কি করেছেন?



আমরা যারা ইন্টারনেটে ব্লগ পরিচালনা করি তাদের অনেকের ক্ষেত্রেই এফটিপি ক্লাইন্ট ব্যবহারের প্রয়োজন পড়ে। তার কারণ হলো এফটিপি ক্লাইন্ট দিয়ে এফটিপির যাবতীয় কাজ করা হয়। যেমন ধরুনঃ ফাইল টেনেসফার, আপলোড, ডিলিট ইত্যাদি। মুলত File Zilla হলো FTP Client গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। এর নানান কারণও রয়েছে। বর্তমানে এর ৩.০ ভারসনটি বেশ জনপ্রিয়। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য লেখা শুরু করলাম। নিচে এই ভারসনটির সুবিধা গুলো দেওয়া হলোঃ

১. ব্যবহার করা সহজ।
২. দ্রুত FTP সাপোর্ট সহ SSH দ্বারা ফাইল টেনেসফার।
৩. IPv6 সাপোর্ট করবে।
৪. অনেক ধরণের ভাষা রয়েছে।]
৫. ফাইল ট্যানেসফার করার সময় রিজুম ব্যবস্থা সাপোর্ট করে।
৬. শক্তিশালী ফাইল ম্যানেজার।
৭. বুকমার্ক করার ব্যবস্থা।
৮. Drag & drop সাপোর্ট করে।
৯. স্পীড লিমিট করার ব্যবস্থা আছে।
১০. ফাইলের নাম গুলোকে ফিল্টার করা যাবে।
১১. Network configuration করা যাবে।
১২. ফাইল সমূহ এডিট করার ক্ষেত্রে রিমোট ব্যবস্থা আছে।
১৩. HTTP/1.1, SOCKS5 এবং FTP-Proxy সাপোর্ট করে।
১৪. খুব সহজেই লগইন করা যায়।


Download



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Bird Gadget